শিরোনাম

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩

দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে এর আগে গতকাল ৮৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত শূন্য ছিল।

চলতি বছর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭১৯ জন। এ সময় করোনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী ১৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। গত সাড়ে পাঁচ বছরে দেশে করোনায় মারা গেছে ২৯ হাজার ৫২৮ জন।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৪ জন। আর নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬১৪টি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button