শিরোনাম

সিলেটে ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত

সিলেটে ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত

Ajker Patrika

সিলেটে ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারী নিহত

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৭: ৩৩

Photo

সিলেটে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এক কর্মচারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এনামুল হক নামে আরেক কর্মচারী আহত হয়েছেন।

নিহত রুমান আহমদ (২৩) সিলেট সদর উপজেলার লুসাই এলাকার বাসিন্দা ও আহত এনামুল হক একই উপজেলার মহালদিক এলাকার বাসিন্দা। তাঁরা দুজনেই ঠিকাদারি প্রতিষ্ঠান সানরাইজ কোম্পানির অধীনস্থ কর্মচারী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। এ সময় হঠাৎ একটি চাকা ফেটে বিস্ফোরিত হলে সেখানে কর্মরত দুজন আহত হন। তাঁদের মধ্যে রুমান ওই চাকার সঙ্গে উড়ে গিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এনাম ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা
সিলেটে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি বলেন, ‘নিয়মিত কাজের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানোর কাজে ছিলেন চার-পাঁচজন কর্মচারী। সামনে থাকা দুজন এতে আহত হন। পরে হাসপাতালে রোমানের মৃত্যু হয়। এনামের অবস্থা ভালো আছে। আমরা হাসপাতালে আছি।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button