শিরোনাম
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১৪ জনের চাকরির সুযোগশুল্ক হ্রাসের পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন পথ খুলে গিয়েছে: খলিলুর রহমানঢাকায় আজও অব্যাহত থাকতে পারে বৃষ্টি-বজ্রপাতউপকারভোগীদের ভাতার চাল ছিনিয়ে নিলেন বিএনপির কর্মীরাউল্টো পথে মোটরসাইকেল, ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহতযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্জন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টাএকদিনের ব্যবধানে ঢাকার বায়ুমানে ব্যাপক অবনতিবেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতাঅফিসার পদে কর্মী নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১ হাজার টাকাবিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়াতে রাজি বাগানমালিকেরা

চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়াতে রাজি বাগানমালিকেরা

দেশের চা শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মূল মজুরি প্রতিবছর ৫ শতাংশ হারে বাড়াতে সম্মত হয়েছেন বাগান মালিকেরা। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চা বাগানের মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছর থেকেই চা শ্রমিকদের বেতন ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে বাংলাদেশের চা বাগান মালিকদের প্রতিষ্ঠান বাংলাদেশি চা সংসদ (বিসিএস), বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাংলাদেশ চা শিল্পের কর্মচারীদের সিবিএ বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন ও মজুরি ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। শুধু বেতনই নয়, অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও সমন্বয় করা হবে।

এছাড়াও চুক্তির আওতায় স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যদের মূল বেতন প্রতি বছর ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। মূল বেতন ছাড়াও তাদের অন্যান্য আর্থিক সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন বিটিএ চেয়ারম্যান কামরান টি. রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান সালেক আহমেদ আবুল মাশরুর, বিটিএ লেবার সাব-কমিটির কনভেনার তাহসিন আহমেদ চৌধুরী, বিটিএর কমিটি মেম্বার এম. ওয়াহিদুল হক। এছাড়া চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মল্লিক টি. রহমান, মহাসচিব কাজী মোজাম্মেল হক, বিভিন্ন বাগানের সাব-কমিটির কনভেনার তপন চৌধুরী, সদস্য সেলিনা বেগম, শ্যামল কান্তি দাস এবং বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিএ চেয়ারম্যান কামরান টি. রহমান বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা মোকাবিলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সব শ্রমিক ও কর্মচারীদের চা শিল্পের উন্নয়নে একযোগে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া আহমেদ জানান, চা বাগানের উৎপাদনশীলতা ও শ্রমিকদের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তির আওতায় শ্রমিক-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতেও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মহাসচিব কাজী মোজাম্মেল হক বলেন, বর্ধিত মজুরি চা বাগান শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং চা শিল্পের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। চুক্তিটি চা শিল্পে স্থিতিশীলতা ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button