শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্টেডিয়ামের মাঠ খুঁড়ে মেলা, বন্ধ খেলাধুলাউচ্চকক্ষে পিআর, গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনজুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি এনসিপিরসরকার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি করলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’: তাহেরসারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৮৮বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতির মামলায় আরও দুটি ধারা সংযোজনএ যেন কল্পকাহিনী—৩০ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল মার্কিন শিশুজুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপিরজাতীয় সনদের দ্বিতীয় ধাপের আলোচনা শেষে ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজবরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

স্বামীর শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু

স্বামীর শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে স্বামীর হাতে শিলপাটার আঘাতে কুনসুমা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আব্দুল আজিজ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

এর আগে আজ বুধবার ভোর ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার নুরুল আবছারের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।

নিহত নারী বান্দরবান জেলার আলী কদম এলাকার আজিজ মিয়ার স্ত্রী। দুই বছর ধরে পরিবার নিয়ে কর্ণফুলীর খোয়াজনগরের ওই বাসায় আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বনিবনা ছিল না। বুধবার ভোর ৪টার দিকে দুজনের মধ্যে প্রথমে ঝগড়ার পর হাতাহাতি হয়েছিল। একপর্যায়ে মারামারি হয়। মারামারির পর স্ত্রীকে শিলপাটা দিয়ে মাথায় জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় স্বামী। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত আব্দুল আজিজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button