শিরোনাম
উচ্চকক্ষে পিআর, গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনজুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি এনসিপিরসরকার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি করলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’: তাহেরসারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৮৮বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রায় জালিয়াতির মামলায় আরও দুটি ধারা সংযোজনএ যেন কল্পকাহিনী—৩০ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নিল মার্কিন শিশুজুলাই সনদকে গেজেট নোটিফিকেশন করার নতুন প্রস্তাব বিএনপিরজাতীয় সনদের দ্বিতীয় ধাপের আলোচনা শেষে ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজবরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাইসরায়েলি অবরোধে গাজার ২৭ বছরের যুবকের মৃত্যু, অনাহারে ওজন নেমেছিল ১৫ কেজিতে

ঘর নাকি মসজিদ—নফল নামাজ কোথায় পড়া উত্তম

ঘর নাকি মসজিদ—নফল নামাজ কোথায় পড়া উত্তম

নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ এক রুকন বা ফরজ বিধান। পুরুষের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা সুন্নতে মুআক্কাদা। তবে কোনো কোনো ইসলামবিষয়ক গবেষক ওয়াজিবও বলেছেন।

জামাতে নামাজ আদায়ের ফজিলত: আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘জামাতে নামাজের ফজিলত একাকী আদায়কৃত নামাজ অপেক্ষা সাতাশ গুণ বেশি।’ (সহিহ্ বুখারি: ৬৪৫)

অলসতা আর অবহেলায় জামাত তরককারীর প্রতি নবী (সা.) এতটাই ক্ষুব্ধ যে, তিনি তাদের ঘরবাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিতে চেয়েছিলেন।

তবে এসব কঠোরতা ফরজ নামাজের ক্ষেত্রে। ফরজ ব্যতীত অন্যান্য নফল নামাজ নিজ ঘরে পড়াই উত্তম—যদি ঘরে নামাজ পড়ার পরিবেশ থাকে।

ঘরে নফল নামাজ পড়ার প্রতি উৎসাহ প্রদান: হজরত জায়েদ ইবনে সাবিত (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘ফরজ ব্যতীত তোমাদের বাড়িতে আদায়কৃত নামাজ সর্বোৎকৃষ্ট।’ (জামে তিরমিজি: ৪৫০)

ঘরে নফল নামাজ আদায়ের তাগিদ: হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘তোমাদের বাড়িতেও নামাজ আদায় কর, তাঁকে কবরস্থানে পরিণত কর না।’ (জামে তিরমিজি: ৪৫১)

ঘরে নামাজ পড়ার উদ্দেশ্য এটা হতে পারে যে, নিজ আবাসস্থলও যেন আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত না হয়। এবং শয়তানের প্রভাবমুক্ত থাকে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button