শিরোনাম
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলএই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্যজামালপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহতবাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ বিএনপি ও জামায়াতমেলানিয়া পুতিনকে পছন্দ করে: ট্রাম্প৩ আগস্ট শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে: নাহিদজুলাই সনদ ও ঘোষণাপত্রকে সংবিধানিক মর্যাদা দিতে হবে: তাহেরতারেক রহমানের নির্দেশনায় কাউনিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির অনুষ্ঠিতগাজীপুরের একটি সংসদীয় আসন বাড়ল, খুশি নেতারাস্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের সাজার দাবিতে ঝাড়ু-লাঠিমিছিল

ইউটিউব ভিডিও শিডিউল করবেন যেভাবে

ইউটিউব ভিডিও শিডিউল করবেন যেভাবে

ইউটিউব কনটেন্ট তৈরি করা যতটা গুরুত্বপূর্ণ, তা সঠিক সময়ে দর্শকদের সামনে উপস্থাপন করাও ততটা জরুরি। বিশেষ করে যাঁরা নিয়মিত ভিডিও বানান বা পেশাদার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে কাজ করছেন, তাঁদের জন্য সময় ব্যবস্থাপনা ও ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আর এই কাজ সহজ করে তোলে ইউটিউবের ‘ভিডিও শিডিউল’ ফিচারটি।

ভিডিও শিডিউল করার সুবিধা হলো, আপনি যখন খুশি ভিডিও তৈরি করে রাখতে পারবেন এবং সেটি আগে থেকে নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হবে। ফলে আপনার সময়কে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন এবং দর্শকের কাছেও একটি নির্দিষ্ট সময় ধরে কনটেন্ট পৌঁছানো যাবে।

ডেক্সটপে এর মাধ্যমে

১. কোনো ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. ইউটিউব চ্যানেল সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।

৩. ওপরের ক্রিয়েট বাটনে ক্লিক করুন।

৪. এরপর ওপরের ‘আপলোড ভিডিওস’ অপশনটি বেছে নিন।

৫. ভিডিওর শিরোনাম, ডেসক্রিপশন, থাম্বনেইল ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যুক্ত করুন।

৬. বাঁ পাশে থাকা ‘ভিজিবিলিটি’ ট্যাবে ক্লিক করুন।

৭. এখন ‘সেভ বা পাবলিশ’ অপশনের পরিবর্তে ‘শিডিউল’ অপশনটি নির্বাচন করুন।

৮. এবার আপনি ভিডিওটি কখন প্রকাশ করতে চান, সেই তারিখ ও সময় নির্বাচন করুন।

৯. সবশেষে ‘শিডিউল’ বাটনে বোতামে ক্লিক করে ভিডিওটি নির্ধারিত সময়ে প্রকাশের জন্য শিডিউল করুন।

মোবাইলে অ্যাপের মাধ্যমে

১. আপনার ফোন বা ট্যাবলেটে ইউটিউব অ্যাপটি খুলুন।

২. নিচের ‘+’ আইকনে ট্যাপ করুন এবং ‘আপলোড এ ভিডিও’ অপশনটি নির্বাচন করুন।

৩. ভিডিওর শিরোনাম ও ডেসক্রিপশন লিখুন।

৪. এবার ভিজিবিলিটি অপশনে ট্যাপ করুন।

৫. এরপর ‘শিডিউল’ অপশনে ট্যাপ করুন।

৬. আপনি ভিডিওটি কখন প্রকাশ করতে চান, সেই তারিখ ও সময় ঠিক করুন।

৭. সবশেষে ‘শিডিউল’ বাটনে ট্যাপ করে ভিডিওটি নির্ধারিত সময়ে আপলোড হওয়ার জন্য সেট করুন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button