শিরোনাম
গাছে ঝুলিয়ে কুকুর পিটিয়ে হত্যামাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল খামারিরচট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ক্রিম জব্দওভালে মাঠকর্মীর সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি গম্ভীরেরওসির বিরুদ্ধে ছেলেকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে অঝোরে কাঁদলেন মাঠিকাদার অফিসে ডাকাতি, সাড়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ১০ আগস্ট জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা দেবে ইসি, ৪৫ লাখ নতুন মুখবেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৯জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে: শাকিল উজ্জামানগাইবান্ধায় অবৈধ চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে নাহিদ ইসলাম

গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের সান্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। এ সময় তাঁর সঙ্গে মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী সঙ্গে ছিলেন। জিয়ারত শেষে মোনাজাতে নাহিদ ইসলাম দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন।

জানা গেছে, সোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির আহ্বায়ক জানিয়েছেন।

মাজার জিয়ারত শেষে ভাসানীর মাজার চত্বরের দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, ‘মওলানা ভাসানী কৃষক-শ্রমিক মেহনতী মানুষের জন্য দেশ গড়তে চেয়েছিলেন। তিনি ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। মওলানা ভাসানী বাংলাদেশের জনগোষ্ঠীকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে পরিচিত করিয়েছেন। তিনি ছিলেন রবুবিয়াতের প্রবক্তা। ভাসানী ছিলেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক।’

নাহিদ আরও বলেন, ‘মওলানা ভাসানী যে রাজনীতি করেছেন, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে এনসিপি তাঁরই পথ অনুসরণ করে ভবিষ্যতে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের বাসযোগ্য দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি টাঙ্গাইল পৌঁছে তাঁর মাজারে আসা প্রথম দায়িত্ব মনে করেছি। এ জন্য মওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হলো।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button