শিরোনাম

প্রিয়জন হারানোর শোক যেভাবে পালন করবেন

প্রিয়জন হারানোর শোক যেভাবে পালন করবেন

জীবনে প্রিয়জন হারানো এক অপূরণীয় বেদনা। এই কঠিন মুহূর্তে মানুষ কীভাবে আচরণ করবে, কেমনভাবে শোক প্রকাশ করবে—সেই বিষয়ে ইসলাম দিয়েছে পরিপূর্ণ দিকনির্দেশনা। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো—শোক প্রকাশে ভারসাম্য রাখা, কষ্টকে অস্বীকার না করা, আবার সীমালঙ্ঘনও না করা।

ইসলাম এ বিপদে ধৈর্য ও আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার শিক্ষা দেয়। তবে কান্না করাকে নিষেধ করেনি, বরং তা স্বাভাবিক ও মানবিক অনুভূতির প্রকাশ হিসেবে বিবেচিত। রাসুলুল্লাহও (সা.) কেঁদেছেন তাঁর সন্তান ইবরাহিম (রা.)-এর মৃত্যুর সময়। সাহাবি আবদুর রহমান ইবনে আউফ (রা.) বিস্ময় প্রকাশ করলে নবীজি (সা.) বলেন, ‘এ কান্না স্নেহ-ভালোবাসার প্রকাশ। আমার হৃদয় বেদনাহত, চোখ দুটো সিক্ত, তবে আমি বলছি সেই কথাই, যা আমার রবকে সন্তুষ্ট করে। ইবরাহিম, তোমার বিচ্ছেদে আমরা শোকাহত।’ (সহিহ বুখারি)

ইসলাম কান্নাকে মানবিক বললেও অতিরিক্ত বিলাপ, উচ্চ স্বরে চিৎকার, গায়ে চপেটাঘাত, জামাকাপড় ছিঁড়ে ফেলা বা আকুতি-মিনতি করতে কঠোরভাবে নিষেধ করেছে। রাসুল (সা.) বলেছেন, ‘মৃতের জন্য বিলাপ করা জাহিলি যুগের প্রথা। বিলাপকারী যদি মৃত্যুর আগে তওবা না করে, তবে কিয়ামতের দিন তাকে আগুনের পোশাক ও আলকাতরার চাদর পরানো হবে।’ (সুনানে ইবনে মাজাহ)

নারীদের ইদ্দত ও শোক

ইসলামে নারীদের জন্য স্বামীর মৃত্যুর পর নির্দিষ্ট সময় ইদ্দত পালন করা ফরজ। এই ইদ্দতকালীন সাজসজ্জা, সুগন্ধি, অলংকার ও রঙিন পোশাক পরা নিষিদ্ধ। স্বাভাবিকভাবে ইদ্দতের সময়সীমা ৪ মাস ১০ দিন। যদি গর্ভবতী হন, তাহলে সন্তান প্রসব পর্যন্ত। এটা কেবল শোক নয়, বরং শরিয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। তবে স্বামী ছাড়া অন্য কারও মৃত্যুতে নারীরা চাইলে সর্বোচ্চ তিন দিন শোক পালন করতে পারেন, তাও সীমিত পরিসরে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button