শিরোনাম
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে বৈঠক চলছেকমিটি বিলুপ্তির পর বিএনপি নেতা গিয়াসের পদও স্থগিতচাঁদা নেওয়ার অভিযোগ, বেনাপোল বন্দরের ৪০ আনসারকে বদলিআবারও জলাবদ্ধতার শিকার ভবদহের ৪৫ গ্রাম, চীনের বিশেষজ্ঞ দলের পরিদর্শনবেনাপোল বন্দরে সহযোগিতার কথা বলে ক্যানসারে আক্রান্ত পাসপোর্টধারীর টাকা ছিনতাইরামেক হাসপাতালে ইআরসিপি স্যুট, জটিল চিকিৎসা মিলবে সহজেইঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুকুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যুবাড়ি বাড়ি গিয়ে সাহস জোগাচ্ছেন শিক্ষকেরাডায়ানার বিখ্যাত সেই টায়রা কেন মাথায় দেননি পুত্রবধূরা

‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতিকে (৩২) উদ্ধার অভিযানের সময় ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে উদ্ধারকর্মীদের সরিয়ে নিয়ে আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জ্যোতির আত্মীয়স্বজন এবং স্থানীয় লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যায়।

জানা গেছে, উদ্ধার কার্যক্রম চলাকালে সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর এলাকায় একজন নারী স্থানীয়দের মাঝে মব (দলবদ্ধ বিশৃঙ্খলা) ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের আপৎকালীন কর্মী ও পাঁচজন ডুবুরি দলের ওপর হামলার চেষ্টা চালান। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। ‎‎

‎টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা মব তৈরি করে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার চেষ্টা করেন। আমরা উদ্ধার অভিযান চালানো আপৎকালীন কর্মীদের নিরাপদে সরিয়ে নিই। এরপর সন্ধ্যা ৭টায় উদ্ধার কার্যক্রম আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হয়। আগামীকাল (মঙ্গলবার) যদি সেনাবাহিনী আমাদের পাশে থাকে, তাহলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।’ ‎

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের কেউ মব সৃষ্টির তথ্য আমাদের জানায়নি। জানালে অতিরিক্ত পুলিশ পাঠানো হবে।’

আরও পড়ুন—



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button