শিরোনাম
গণমাধ্যমকর্মীদের নীতিমালা প্রত্যাখ্যান করল আরএফইডি, সংশোধনের আহ্বানগাজীপুরে নৌকা ডুবে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধারইরানি বিক্ষোভকারীর সঙ্গে বন্ধুত্বে বেঁচে ফেরেন মার্কিন, প্রতিদান দেন তিনিওকাবার পাশে ফিলিস্তিনি পতাকা তোলায় হজযাত্রী আটক, নিন্দার ঝড়লন্ডনে ট্রান্স অধিকার কর্মীদের বিক্ষোভে ‘অস্ত্র ধরার’ ডাকপানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধেদুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরের‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগএনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থানায়পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

চামুরখানে ডিএনসিসির নতুন কবরস্থান উদ্বোধন

চামুরখানে ডিএনসিসির নতুন কবরস্থান উদ্বোধন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ও অর্থায়নে নির্মিত ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান কবরস্থান উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬৪ শতাংশ জমির ওপর নির্মিত এই স্থানে ৪৮৪টি কবর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

আজ রোববার সকালে এর উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগামী বাজেটে এসব এলাকায় উন্নয়ন কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

ডিএনসিসির আওতাধীন নতুন পাঁচটি অঞ্চল ২০১৬ সালে যুক্ত হলেও এসব এলাকায় করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো কবরস্থান ছিল না।

এ জন্য প্রায় ৬৪ শতাংশ জমির ওপর ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে চামুরখান কবরস্থানটি নির্মাণ করা হয়েছে। মোট ৪৮৪টি কবর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে কবরস্থানটিতে। এখন থেকে এটি মৃত ব্যক্তিদের দাফনের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

কবরস্থান উদ্বোধনের পর সেনতি খাল ও সুতিভোলা খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খননকাজ পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button