শিরোনাম

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে মামুন সম্রাট নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ ঘটনা ঘটে।

মামুন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মুকবুল মেম্বারের ছেলে। তাঁর বিরুদ্ধে দাউদকান্দি, তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

আজকের পত্রিকাকে ওসি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পাই। দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।’

ওসি জানান, মামুন এবং আরও তিন নারী রাতে কক্সবাজারে যেতে ঢাকা থেকে বাসে ওঠেন। গৌরীপুর বাসস্ট্যান্ডে বাসটি থামে। এ সময় পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামলে তিন-চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button