শিরোনাম
১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাবিশ্বের এক নম্বর পাসপোর্ট সিঙ্গাপুরের, যুক্তরাষ্ট্রের অবস্থান কত৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামালআদিবাসী অঞ্জলী শীল এখন কীভাবে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করবেন১৪টি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাসৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদএশিয়া কাপ কবে-কোথায়, জানালেন এসিসি সভাপতিএশিয়া কাপের আগে ‘ছোট দলের’ বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ, কারণ…চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ভারতে ব্যবসায়িক পরিবারে উত্তরাধিকার দ্বন্দ্ব

প্রতিদিন মাত্র এক মিনিট

প্রতিদিন মাত্র এক মিনিট

ব্যস্ত জীবনে নিজ শরীরের খোঁজ নেওয়ার সময়ও হয় না অনেকের। কিন্তু প্রতিদিন যদি মাত্র এক মিনিট সময় বের করে নিজের সঙ্গে একটু কথা বলা যায়, তাহলে অনেক কিছু বদলে যেতে পারে।

» এই এক মিনিটের মধ্যে খেয়াল করতে পারবেন,

» শরীরে কোথাও ব্যথা করছে কি না

» মনটা ভারী না হালকা

» একটু বিশ্রাম দরকার কি না

» পানি খাওয়া ভুলে গেছেন কি না

নিয়মিত এই অভ্যাসের চর্চা করতে হবে যেকোনো সময়। সেটি সকালে চা পান করতে করতে হতে পারে, আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও হতে পারে। এ সময়গুলোয় নিজেকে নিয়ে নিজের মনে ভাবুন, লিখে রাখুন নিজের কথা কিংবা শুধু চোখ বন্ধ করে নিজেকে একটু অনুভব করুন। নিয়মিত এই কাজ করলে কিছুদিন পর দেখবেন, নিজের শরীর আর মনের সঙ্গে নিজের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছে। তাতে আগে থেকেই বোঝা যাবে কখন বিশ্রাম দরকার, কখন একটু হাঁটা দরকার, কখন নিজেকে একটু সময় দেওয়া দরকার।

এই অভ্যাস শুরুর প্রথম দিকে মাঝেমধ্যে ভুলেও যাবেন। কিন্তু অভ্যাসটা নিয়মিত করতে পারলে আপনি নিজের শরীর ও মনকে আরও ভালোভাবে বুঝতে শিখবেন। তাতে আপনার ভালো থাকার গুণগত মানে ইতিবাচক পরিবর্তন ঘটবে।

এই এক মিনিটের অভ্যাস শুধু সুস্থ থাকার চেষ্টা করা নয়, বরং নিজের প্রতি যত্ন নেওয়া।

সূত্র: হেলথ লাইন



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button