শিরোনাম
সরকার টিকিয়ে রাখতে গাজা দখলে নতুন পরিকল্পনা নেতানিয়াহুররয়টার্সের প্রতিবেদন /মিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, বিদ্রোহীদের পক্ষে টানছে ট্রাম্প প্রশাসনমার্কিন পাল্টা শুল্কের চাপের মুখে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনেরভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান, খেলা দেখবেন কোথায়৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদে পৌঁছানোর আশা আলী রীয়াজেরকুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, ভবন থেকে লাফিয়ে পালালেন যুবকঅস্কারজয়ী প্রামাণ্যচিত্রে কাজ করা ফিলিস্তিনি সমাজকর্মীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি স্যাটেলারজুলাই যোদ্ধার গেজেটে যুক্ত হলো আরও ১৭৫৭ জনের নামঅ্যাপলের আগেই ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ আনবে মেটালক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেল ১০ দোকান, কোটি টাকার ক্ষতি দাবি

কুয়েটের নতুন ভিসি বুয়েটের শিক্ষক মাকসুদ হেলালী

কুয়েটের নতুন ভিসি বুয়েটের শিক্ষক মাকসুদ হেলালী

Ajker Patrika

কুয়েটের নতুন ভিসি বুয়েটের শিক্ষক মাকসুদ হেলালী

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২২: ৪২

Photo

অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দুই মাস পর উপাচার্য পেল পাঁচ মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়টি।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচর্যের অনুমোদনক্রমে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগের শর্তগুলো হলো উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; তিনি বুয়েট থেকে অবসর গ্রহণের অব্যবহিত পূর্বে আহরিত বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ছাত্ররাজনীতি নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে পাঁচ মাস ধরে কুয়েটে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। গত ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও একাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকেরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি। এ অবস্থায় গত ২১ মে ড. মো. হযরত আলী উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।

এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ, প্রশাসনিক কার্যক্রমে চলছে স্থবিরতা। গত রোববার কুয়েটের সার্বিক পরিস্থিতি এবং সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button