শিরোনাম

চট্টগ্রামে ডাকাত দলের হানা, কথা বলছিল উত্তরবঙ্গের টানে

চট্টগ্রামে ডাকাত দলের হানা, কথা বলছিল উত্তরবঙ্গের টানে

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে দুই গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর সদরের পন্থিছিলা রেললাইনসংলগ্ন রহিমা বেগমের ঘরে ও রাত ২টার দিকে শেখপাড়া নোয়া পুকুরপাড়ে আনোয়ার হোসেনের বাড়িতে এই ডাকাতি হয়।

রহিমার ভাই আলিম উদ্দিন জানান, বোন ও তাঁদের বসতঘর পাশাপাশি। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। বের হয়ে দেখেন ২০ থেকে ২৫ জন মুখোশধারী ডাকাত তাঁর বোনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা তাঁর বোন, বোনের এক ছেলে ও এক মেয়ের গলায় ছুরি ধরে ঘরে থাকা আড়াই ভরি স্বর্ণ ও টাকা লুট করে নেয়। পরে তারা আলিমের ঘরেও প্রবেশের চেষ্টা করে। তখন প্রতিবেশীরা ছুটে এলে ডাকাত দল পালিয়ে যায়।

আলিম জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সব সদস্যই উত্তরবঙ্গের টানে কথা বলছিল। তাদের কথার সঙ্গে সীতাকুণ্ডের স্থানীয় লোকজনের ভাষা মেলেনি।

অন্যদিকে শেখপাড়ার আনোয়ারের ছেলে তারেক রহমান জানান, রাতে ঘরে তাঁর বাবা একা ছিলেন। গভীর রাতে ডাকাত দলের ৮-১০ জন মুখোশধারী সদস্য ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আনোয়ারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিস লুট করে নেয়।

ভুক্তভোগী আনোয়ার জানান, ডাকাত দলের সদস্যরা সবাই ২০ থেকে ২৫ বছর বয়সী। আচরণ ও কথাবার্তা সীতাকুণ্ডের স্থানীয় মানুষের মতো না। সবাই উত্তরবঙ্গের ভাষার টানে কথা বলছিলেন।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button