শিরোনাম
হায়দরাবাদে বাংলাদেশি তরুণীর অভিযোগে তিনজন গ্রেপ্তার ও চারজন উদ্ধারচাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়কে থ্রি-হুইলার চালকদের বিক্ষোভদায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বিটিআরসি মহাপরিচালককে বেপজায় বদলিমেকআপ আর্টিস্ট মুরাদ মাহমুদের ওপর হামলা ও ছিনতাইজাবিতে নানা আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীনকে স্মরণবিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে মা-ছেলের মৃত্যুমেয়েরা শাড়ি পরে এলেই ফুল মার্কস—খুবি অধ্যাপকের বিরুদ্ধে আরও এক ছাত্রীর অভিযোগপঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি গ্রেপ্তারআলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেনইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, নিয়োগ ঢাকায়

ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন, পিপিকে শাজাহান খানের প্রশ্ন

ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন, পিপিকে শাজাহান খানের প্রশ্ন

Ajker Patrika

ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন, পিপিকে শাজাহান খানের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৬: ৫৮

Photo

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান শুনানি শেষে আদলতে কথা বলেন। ছবি: সংগৃহীত

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ নির্দেশ দেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় শাজাহান খান, সালমান এফ রহমান ও আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। পরে তাঁদের আবার কারাগারে পাঠানো হয়।

এদিকে রিমান্ড শুনানিকালে কথা বলেন শাজাহান খান। তিনি ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে বলেন, ‘বিজ্ঞ পিপি সাহেব বিএনপির বড় নেতা। ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?’

জবাবে পিপি বলেন, ‘আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নীতিনির্ধারক ছিলেন। মিটিং করে সরকারের বিরুদ্ধে আন্দোলন দমাতে আপনারা বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। আপনাদের বিরুদ্ধে মামলা করেছেন ভিকটিম এবং মৃত ব্যক্তিদের আত্মীয়স্বজন। আমরা মামলা করিনি, শুধু বিচারে সহযোগিতা করছি।’

পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর আদালত থেকে সবাইকে হাজতখানায় নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কুশলবিনিময় করেন শাজাহান খান। একপর্যায়ে তিনি বলেন, ‘মব সৃষ্টি করে যারা মানুষ হত্যা করেছে, তাদেরও একদিন বিচার হবে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button