শিরোনাম
২৬ দিন পর অপহৃত ছাত্রীকে উদ্ধার, তরুণ গ্রেপ্তারপ্রধানমন্ত্রী, বিচারপতি, গভর্নর, খতিব—অনেকে দুর্নীতির কারণে দেশ ছেড়েছেন: দুদক চেয়ারম্যানচলতি বছর মব সন্ত্রাসে নিহত ১১১ জন: আসক৩ দফা দাবিতে রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের অবস্থানপাথরঘাটায় অসুস্থ ৫ স্কুলছাত্রী, ক্লাসে মিলল কীটনাশক মেশানো পানির বোতলসাংবাদিক তুহিন হত্যা মামলা: আসামি শাহজালালের স্বীকারোক্তিমূলক জবানবন্দিমৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে৬ কোটি টাকায় কেনা রোহিতের নতুন গাড়ির রহস্য কীমোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেলস্পাইডার-ম্যানের নতুন সিনেমার শুটিং শুরু করলেন টম হল্যান্ড

সাভারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার সাভারে আব্দুল মালেক (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয় বলে পুলিশের ধারণা।

আব্দুল মালেক সাভারের কান্দি ভাকুর্তা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি দোকানে রুপার অলংকার তৈরির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল-সংলগ্ন একটি টায়ার কারখানার পাশে গাছের সঙ্গে মালেকের লাশ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি স্থানীয় ভাকুর্তা পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মালেকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, ‘মালেকের মাথার ডান পাশে ও পেছনের দিকে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর লাশ রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button