শিরোনাম
ফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতিউইন্ডোজ ব্যবহারকারীদের গুগল ক্রোম ব্যবহারে সতর্ক করল মাইক্রোসফটআসিম মুনির স্যুট পরা ওসামা বিন লাদেন: সাবেক পেন্টাগন কর্মকর্তামার্কিন শুল্কের ঘা খেয়ে পুতিন-জেলেনস্কির সঙ্গে মোদির ফোনালাপ, পরবর্তী কৌশল কীগোপালগঞ্জে তদন্ত শুরু বিচার বিভাগীয় কমিটিরখেলাপির দায়ে বাফুফের সহসভাপতি ফাহাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাখিলক্ষেত থেকে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা রশিদ গ্রেপ্তার‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু, আপনার কইলজাও খুলমু’আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪সোনারগাঁ পরিদর্শন করলেন জাপানের ১১০ বিনিয়োগকারী

সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে গণসংহতি আন্দোলন

সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে গণসংহতি আন্দোলন

সংসদে সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘আমরা যে কথাটা গুরুত্বের সাথে যুক্ত করতে চাই, সেটি হলো গোপন ব্যালটের ভিত্তিতে এ নির্বাচনটা হতে হবে। এ প্রস্তাব আরও অনেকে দিয়েছেন, আমরা এ প্রস্তাবের সাথে একমত।’

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনের বিরতিতে এ কথা বলেন জোনায়েদ সাকি।

আজকের আলোচনায় সংসদ সদস্যদের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবে বেশির ভাগ রাজনৈতিক দল একমত বলে জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘গোপন ব্যালটে নির্বাচনের প্রশ্নটিতে প্রায় সকলেই একমত। কেউ কেউ বলেছেন দলের (নিজস্ব রাজনৈতিক দল) সাথে একটু আলোচনা করতে হবে।’

রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান পদ্ধতি পরিবর্তনে বেশির ভাগ রাজনৈতিক দল মত দিয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনে নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেন, ‘এখন এই পরিবর্তনের অগ্রগতি কীভাবে হবে সে বিষয়ে আলোচনা হচ্ছে। গত দুই দিনের আলোচনায় ৭০ অনুচ্ছেদ সংশোধনের যে সিদ্ধান্ত হয়েছে, তাতেই সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে তাদের দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন। ফলে এ বিষয়ে বেশির ভাগ রাজনৈতিক দল মত দিয়েছেন।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button