শিরোনাম
অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেঅবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারেইকুয়েডরের প্রাকৃতিক স্বর্গ হঠাৎ অস্তিত্ব সংকটে, নেপথ্যে বিপুল সোনাশাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল বিমানের প্রথম ফ্লাইটপাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরে ১৯৭১ সালের বিষয় তুলবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টামিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনাযে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের গুলি করে, আমি সেই বাহিনী চাই না: মৎস্য উপদেষ্টাপ্রতিবেদনের একাংশের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্যইন্টারনেট ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বোনকে গুলি করে হত্যা করেন ভাই: পুলিশসার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

সোনারগাঁয়ে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালের পাড় থেকে রতন নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারের মামলায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকার ইসমাইল প্রধান (২৪) ও মোঘড়াকুল গ্রামের ওসমান গনি (২৩)।

নিহত রতন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী, সন্তান নিয়ে রূপগঞ্জের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেড়িবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় রতনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে সোনারগাঁ থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় রতনের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

ঘটনার পর র‍্যাব-১১ নারায়ণগঞ্জের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। নৃশংস এই হত্যাকাণ্ডের সূত্র উদ্ঘাটনে র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাব রতন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button