শিরোনাম
৫ আগস্ট ঘিরে কোনো সমস্যা নেই, তবুও আমরা সতর্ক আছি: স্বরাষ্ট্র উপদেষ্টাহঠাৎ করেই বড় ধাক্কা খেল পাকিস্তাননাসারও আছে নিজস্ব যুদ্ধবিমানের বহর, কী কাজে ব্যবহার করেঅবশেষে বঙ্গবন্ধুর ছবি নামালেন প্রধান শিক্ষিকা, শিক্ষা অফিস থেকে তদন্তআটাবের কার্যনির্বাহী কমিটি বাতিল, প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, অনির্দিষ্টকালের ধর্মঘটফ্রিজের বরফ পরিষ্কারের ৭ সহজ উপায়পাপ মোচনের কার্যকর উপায়—নেক কাজ ও তওবানিউজিল্যান্ডে যাত্রীর লাগেজে মিলল জীবন্ত শিশু, নারী গ্রেপ্তারভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী আহত

সোনাগাজীতে ছাত্রদলের বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি

সোনাগাজীতে ছাত্রদলের বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর সোনাগাজীতে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে সোনাগাজী সরকারি কলেজ মাঠে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. কে এম আতিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রভাষক রাকিব উদ্দিন, সামছুদ্দিন, মোহাম্মদ ফরিদ আহমাদ ও জহিরুল হক খালেদ ভূঁইয়া।

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের পক্ষ থেকে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের পক্ষ থেকে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর ছাত্রদলের সদস্যসচিব রহমত উল্লাহ শাহীন, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের নেতা বাদশা, কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব ওসমান গনি জিহাদ ভূঁইয়া, সহসভাপতি আবিদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিরাজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলী আরমান প্রমুখ।

পরে সোনাগাজী সরকারি কলেজ, বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুল, আল হেলাল একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চার রোপণ ও বিতরণ করা হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button