শিরোনাম

ফ্রিজের বরফ পরিষ্কারের ৭ সহজ উপায়

ফ্রিজের বরফ পরিষ্কারের ৭ সহজ উপায়

ফ্রিজে মাঝে মাঝে বরফ এত বেশি জমাট বাঁধে যে সেগুলো দেখতে গুহার মতো লাগে। ফলে ফ্রিজের ভেতরের জায়গা কমে যায়, খাবার ঠিকমতো সংরক্ষণ করা যায় না, মেশিনের কাজের দক্ষতা কমে যায় এবং বিদ্যুতের বিল বাড়ে।

সাধারণত বেশির ভাগ ফ্রিজে একটা ডিফ্রস্ট বোতাম থাকে, যা দিয়ে বরফ ঝরানো যায়। কিন্তু অনেক পুরোনো বা সস্তা ফ্রিজারে এই ফিচার থাকে না। তাহলে কী করবেন?

এই সমস্যার সমাধান পেতে পারেন ৭টি সহজ, নিরাপদ ও কার্যকর উপায়ে।

ফ্রিজারের প্লাগ খুলে সব খাবার সরিয়ে নিন

প্রথম কাজ হলো নিরাপত্তার জন্য ফ্রিজের প্লাগ খুলে দেওয়া। এরপর ভেতরের খাবারগুলো দ্রুত অন্য কোনো কুলার ব্যাগে রাখুন, যাতে ঠান্ডা থাকে। এতে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা কমে। কিছুক্ষণ রাখলে ফ্রিজারের বরফ গলতে শুরু করবে।

গরম পানি দিয়ে ভাপ তৈরি করুন

পানি ফুটিয়ে গরম করে একটি বাটিতে ঢেলে ফ্রিজারের ভেতরে রেখে দরজা বন্ধ করে দিন। গরম পানির ভাপ জমাট বাঁধা বরফ গলতে সাহায্য করে। তারপর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তবে খেয়াল রাখবেন, পানি যেন পড়ে না যায়।

প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলে নিন

বরফ নরম হয়ে গেলে প্লাস্টিকের বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলে নিন। কখনো ধাতব ছুরি বা শক্ত কোনো জিনিস ব্যবহার করবেন না। তাতে ভেতরের পলিমার বা কুণ্ডলী ক্ষতিগ্রস্ত হতে পারে।

হেয়ার ড্রায়ার ব্যবহার করুন

হেয়ার ড্রায়ারকে মাঝারি বা ন্যূনতম তাপমাত্রায় চালিয়ে জমা বরফের ওপর গরম বাতাস দিন। বরফ গলতে শুরু করলে তা সরিয়ে নিন। সাবধানতা অবলম্বন করুন, যেন পানিকে ড্রায়ার স্পর্শ না করে। এতে পরবর্তী সময়ে বৈদ্যুতিক সমস্যা তৈরি করতে পারে।

তোয়ালে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে বরফের ওপর ঢেকে দিন

গরম পানি দিয়ে মোটা তোয়ালে ভিজিয়ে, অতিরিক্ত পানি বরফের ওপর ঢেকে ৫ থেকে ১০ মিনিট রাখুন। গরম তোয়ালে বরফ গলতে সহায়তা করবে।

ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

ফ্যান দিয়ে গরম বাতাস প্রবাহিত করুন

যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করতে অসুবিধা হয়, তবে ফ্রিজারের দরজা খোলা রেখে ফ্যান দিয়ে গরম বাতাস দিন। এতে বরফ ধীরে ধীরে গলে যাবে।

বরফ ঝরানোর পর করণীয়

  • বরফ উঠে গেলে ফ্রিজের ভেতর সাবানের বা ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন।
  • পুরো ফ্রিজার শুকিয়ে নিন, যাতে নতুন বরফ জমতে না পারে।
  • প্লাগ সংযুক্ত করে দিন এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর খাবার ভেতরে রাখুন।
  • ভবিষ্যতে বরফ জমা রোধের টিপস
  • ফ্রিজারের দরজা ভালো করে বন্ধ রাখুন।
  • দরজা অনেকক্ষণ খোলা রাখবেন না।
  • দরজার সিল বা রাবার নিয়মিত পরীক্ষা করুন, ফাটল থাকলে বদলে ফেলুন।
  • খাবার ফ্রিজারে রাখার আগে ঠান্ডা করে নিন।
  • ফ্রিজার অতিরিক্ত ভর্তি করবেন না, যেন বাতাস চলাচল করতে পারে।
  • প্রতি কয়েক মাস পর ফ্রিজার ডিফ্রস্ট বা পরিষ্কার করার একটি রুটিন তৈরি করুন।
  • বরফ জমা হওয়ামাত্র ঝরিয়ে ফেলুন, বড় জমাট হওয়ার আগেই কাজ করলে সময় ও শক্তি বাঁচে।
ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

ফ্রিজের ভেতর জমে থাকা বরফ শুধু জায়গা কমায় না, বিদ্যুতের খরচ বাড়ায় এবং ফ্রিজারের আয়ু কমিয়ে দেয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই সহজ ঘরোয়া উপায়গুলো প্রয়োগ করলেই ডিফ্রস্ট বোতাম ছাড়া বরফ ঝরানো সম্ভব। সঠিক নিয়মে পরিষ্কার করলে আপনার ফ্রিজ দীর্ঘদিন ভালোভাবে কাজ করবে এবং খাবার থাকবে তাজা ও নিরাপদ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button