শিরোনাম
পাল্টা শুল্ক প্রতিযোগীদের সমান এটাই স্বস্তির: বিজিএমইএ সভাপতিভারত ম্যাচে পাকিস্তানের জার্সি পরা দর্শক ঢুকতে না দেওয়ায় দুঃখ প্রকাশ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে চাঁদাবাজি, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম গ্রেপ্তারএকদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলিশাপলা বিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুজনেরবিবিসির প্রতিবেদন /বিশ্বজুড়ে শুল্ক আরোপ ট্রাম্পের সেই ‘জয়’, যার উচ্চমূল্য দিতে হবে সবাইকেনজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনা তদন্তে ইউজিসির কমিটিভারত-ইংল্যান্ডের খেলা দেখবেন কোথায়প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিল অনুমোদনে ঘুষ দাবির অভিযোগআ.লীগ নেতাকে বাড়িতে লুকানোর সুযোগ দিয়ে বহিষ্কার হলেন তাঁতী দলের সভাপতি

ইরান-ইরাক যুদ্ধের পর নিজ ভূমিতে কখনো এত বড় হামলার শিকার হয়নি ইরান

ইরান-ইরাক যুদ্ধের পর নিজ ভূমিতে কখনো এত বড় হামলার শিকার হয়নি ইরান

ইরান যেন ফের ফিরে গেল আশির দশকে—যখন ইরাকের সঙ্গে আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধে তার ভূখণ্ডে প্রতিনিয়ত বোমা ও ক্ষেপণাস্ত্র পড়ত। তবে চলমান সময়ে, এত বছর পর, দেশটি নিজ ভূমিতে আবার এমন এক সামরিক আক্রমণের মুখোমুখি হয়েছে, যার তুলনা কেবল ইরান-ইরাক যুদ্ধেই টানা যায়।

দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বোর্ডে চোখ রাখলে স্পষ্ট বোঝা যায় পরিস্থিতির গুরুতা। কেবল ইরানের দিকেই নয়, এর প্রতিবেশী ইরাকের দিকেও একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। ইরান সরকার ইতোমধ্যে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। তবে কেবল ইরান নয়, নিরাপত্তা উদ্বেগে ইরাকও হয়ে উঠেছে বাণিজ্যিক ফ্লাইটগুলোর জন্য ঝুঁকিপূর্ণ।

মধ্যপ্রাচ্যে ইরানপন্থী যেসব আধাসামরিক গোষ্ঠী সক্রিয়, বিশেষ করে ইরাকভিত্তিক গোষ্ঠীগুলো, তারা বারবার হুঁশিয়ারি দিয়েছে—ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে হামলা হলে, তাতে শুধু ইরান নয়, আমেরিকার আঞ্চলিক স্বার্থ ও ঘাঁটিগুলোকেও বৈধ টার্গেট বলে বিবেচনা করা হবে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির এক উপদেষ্টার সঙ্গে গতকাল সন্ধ্যায় দোহা থেকে আলাপকালে তিনি জানান, বাগদাদ সরকার ইরানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা চালাচ্ছে—তাদের যেন প্রতিশোধমূলক হামলা থেকে নিবৃত্ত করা যায়। ইরান আক্রান্ত হলেও, ইরাক যেন কোনো নতুন সংঘাতে জড়িয়ে না পড়ে, এটাই বাগদাদের চেষ্টা।

আরেকজন পররাষ্ট্রনীতি-সংক্রান্ত উপদেষ্টা আমাকে আগেই সতর্ক করেছিলেন, ‘‘ইরানে কিছু ঘটলে তা হবে একেবারে ভিন্ন মাত্রার, যেটা আগে কখনো দেখা যায়নি।’ ’

তিনি ভুল বলেননি। ইরান ও ইসরায়েলের মধ্যে অতীতে সীমিত পাল্টাপাল্টি হামলা হয়েছে ঠিকই, কিন্তু ইরানের মূল ভূখণ্ডে এই মাত্রার কোনো হামলা গত কয়েক দশকে হয়নি। এই হামলার ব্যাপ্তি, ঘনত্ব ও স্পষ্ট বার্তাটি যে কেবল সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও একটা গভীর সংকেত ছুঁড়ে দিয়েছে।

এই হামলার সময়কালটিও তাৎপর্যপূর্ণ। মাত্র দুই দিন পর ওমানের মাসকটে শুরু হবার কথা ছিল ইরান-যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা। ওই আলোচনা কৌশলগত সম্পর্ক, পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য সুযোগ ছিল। তবে এখন সে সম্ভাবনা অনিশ্চয়তার কুয়াশায় ঢেকে গেছে।

পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না—আলোচনা হবে কি না, আঞ্চলিক উত্তেজনা কোন দিকে যাবে, কিংবা আমেরিকার ঘাঁটিগুলো আসলেই হামলার শিকার হবে কি না।

তবে একটি বিষয় পরিষ্কার—এই হামলার পর মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। তেহরানের অভ্যন্তরে এই আক্রমণ কেবল ইসরায়েল-ইরান উত্তেজনার নতুন অধ্যায়ই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় ভূমিকম্প ডেকে আনতে পারে।

ইরান-ইরাক যুদ্ধের পর এই প্রথম, ইরান এমন এক মুহূর্তের মুখোমুখি, যেখানে আকাশসীমা বন্ধ, সীমান্তে সেনা সরণ, আঞ্চলিক জোটের হুমকি আর কূটনৈতিক অচলাবস্থা একসঙ্গে এসে জটিল এক পরিস্থিতির জন্ম দিয়েছে।

পরবর্তী পদক্ষেপ কী হবে—তা নির্ধারণ করবে শুধু তেহরান বা তেলআভিভ নয়, বাগদাদ, ওয়াশিংটন, এবং রিয়াদের অবস্থানও। আর সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে একটি বিস্ফোরক অঞ্চলের ভবিষ্যৎ।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button