বরিশালে তরুণীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ


অভিযোগের ভিত্তিতে পুলিশ খোকন কবিরাজ (৩৫) নামের এক যুবককে আটক করেছে। মুলাদী থানার উপপরিদর্শক মো. মাসুদ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন তরুণীকে ভয় দেখিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, দুপুরে তরুণীর মা-বাবা এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে বাড়ির বাইরে যান। এ সময় তরুণী তার ভাতিজার সঙ্গে বাড়িতে ছিলেন। এই সুযোগে খোকন দা হাতে নিয়ে বাড়িতে ঢুকে তরুণীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।
মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীকে শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। এ ঘটনায় তার পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।