যৌথ অভিযানে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার


পটুয়াখালীতে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্তাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত এবং খলিল আহম্মদ। তারা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
অপারেশন ডেভিল হান্ট
২৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন পশ্চিম সাগর মোহনা ও লেম্বুরবনে অভিযানে এই মাদক কারবারিরা গ্রেপ্তার হন। অভিযানের অংশ হিসেবে একটি নামবিহীন ট্রলারে লুকিয়ে পাচারের সময় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, লেবুরবন এলাকায় তিনটি বস্তায় ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
চক্রের মূলহোতা পলাতক
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় জানিয়েছেন, অভিযানে ১৬ জন কারবারিকে গ্রেপ্তার করা হলেও এই চক্রের মূলহোতাকে আটক করা সম্ভব হয়নি, এবং তাকে চিহ্নিতও করা যায়নি।
মামলা ও তদন্ত
গ্রেপ্তারকৃতদের মহিপুর থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত ট্রলারও পুলিশি হেফাজতে রাখা হয়েছে।