ক্রাইম জোন ২৪।। বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলভর্তি ট্রলারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে দুইজন মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে সম্পদ আলী (২৮) এবং সোমবার সকালে রুবেল (২২) মারা যান।
এ ঘটনায় দগ্ধ মানিক (৩০) ও মান্না (২৫) একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি রাতে তাদের ঢাকা পাঠানো হয়। প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রুবেলের শরীরের ৬৫ শতাংশ ও সম্পদ আলীর ৭৭ শতাংশ দগ্ধ হয়েছিল। মানিকের শরীরের ৬০ শতাংশ এবং মান্নার ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে। সবার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরিশাল নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে ট্রলার বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রলারটি জ্বালানি তেলভর্তি ড্রাম নিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]