জামায়াত আমিরের আহ্বান, উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন


বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান দেশের জনগণকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে বলেন, “বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকবৃন্দের আহ্বান- কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন।”
এদিকে, বুধবার রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয়, যার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতা বিক্ষোভ করে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে দেয় এবং দ্বিতীয় তলায় আগুন ধরিয়ে দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা স্বৈরাচার শেখ হাসিনার কোনো অস্তিত্ব মেনে নেবেন না এবং অবিলম্বে তাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে চান।