শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, মনোনীত হলেন কামরুল ইসলাম খান

বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, মনোনীত হলেন কামরুল ইসলাম খান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। তিনি বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়।

সূত্র জানায়, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে বরিশাল-১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকরুদ্দিন খান রাজীব, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button