আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। তিনি বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়।
সূত্র জানায়, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে বরিশাল-১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকরুদ্দিন খান রাজীব, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]