বিএম কলেজ শিক্ষার্থীর ‘আত্মহত্যা
প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে হেনস্তার শিকার!


প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে হেনস্তার শিকার হওয়ার পর বাসায় ফিরে আত্মহত্যা করেছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ইতি দাস। ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে সোমবার রাতে ঘটে।
ইতি দাস দাসপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমির দাসের মেয়ে। তিনি বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা তাকে খাবারের জন্য ডাকলে সাড়া না পেয়ে উপরে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনের বেলায় সরস্বতী পূজা উপলক্ষে প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন ইতি। সেখানে হৃদয় রায়হান নামে এক যুবক তাদের দেখে বিরক্ত করেন এবং পরে ইতির বাবাকে জানান। ইতির বাবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় এবং কিছুক্ষণ পর ছেড়ে দেয়।
পুলিশ থেকে ছাড়া পেয়ে বিকেলে বাসায় ফিরে নিজের কক্ষে যান ইতি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বাউফল থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।