বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৫৮ হাজার ফ্যামিলি কার্ড বাতিল
পুনর্বণ্টনের উদ্যোগ


বরিশাল সিটি করপোরেশন নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ টিসিবির ৫৮ হাজার ৪২৬টি ফ্যামিলি কার্ড বাতিল করেছে। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া মোট ৯০ হাজার কার্ডের মধ্য থেকে এগুলো বাতিল করা হয়।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, মিথ্যা তথ্য দিয়ে কার্ড গ্রহণ, নিয়ম লঙ্ঘন, এবং এক পরিবারে একাধিক কার্ড নেওয়ার মতো অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হওয়া কার্ডগুলো শিগগিরই প্রকৃত দরিদ্রদের মাঝে পুনর্বণ্টন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
টিসিবির বরিশাল শাখার সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, “যাচাই-বাছাই শেষে ৫৮ হাজার ৪২৬ কার্ডে অনিয়ম পাওয়া গেছে। তথ্য অসম্পূর্ণতা ও শর্ত পূরণ না করার কারণে এসব কার্ড বাতিল করা হয়েছে। নতুনভাবে কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করছে।”
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী জানান, “বাতিল কার্ডগুলোর পুনর্বণ্টনে প্রকৃত দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।”
বর্তমানে বরিশালের ১০ উপজেলায় টিসিবির ১ লাখ ২৯ হাজার ৯২১ জন ভোক্তা ৯১ জন ডিলারের মাধ্যমে টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯০০ টাকার বেশি বাজারমূল্যের পণ্য, যা টিসিবি থেকে ৪৭০ টাকায় সরবরাহ করা হচ্ছে, এর মধ্যে রয়েছে দুই লিটার তেল, দুই কেজি ডাল, এবং পাঁচ কেজি চাল।