কুয়াকাটা ভ্রমণের পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আসাদ


যশোর জেলার বেনাপোল এলাকার বাসিন্দা আসাদুজ্জামান আসাদ (৬৫) পরিবার নিয়ে কুয়াকাটা সৈকতে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাত ৪টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটির প্রতাপ এলাকায় নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
আসাদের স্ত্রী রুবিনা বেগম জানান, যাত্রাবিরতির পর সবাই বাসে উঠে গেলেও তিনি তার স্বামীকে খুঁজে পাচ্ছিলেন না। পরে ফিলিং স্টেশনের পাশে রাস্তার ওপর তার লাশ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওয়াশরুম থেকে ফিরে রাস্তা পারাপারের সময় কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা জানান, অন্ধকার ও যানবাহনের গতি নিয়ন্ত্রণ না থাকার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আসাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।