শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশালে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

বরিশালে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

দেশব্যাপী একযোগে শুরু হওয়া নতুন ভোটার এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বরিশালে শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে বরিশালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নির্বাচন কমিশনের প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এতে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা এবং মৃত্যুবরণকারীদের নাম তালিকা থেকে সরানো হচ্ছে। কার্যক্রমটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

নতুন প্রজন্ম এই উদ্যোগে খুশি। তারা মনে করছেন, এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ যা নির্ভুল ভোটার তালিকা তৈরিতে সহায়ক হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করায় নতুন ভোটার ও তাদের অভিভাবকরা সন্তুষ্ট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় বর্তমানে ২২ লাখ ২২ হাজার ভোটার রয়েছে। হালনাগাদ কার্যক্রমের জন্য ১ হাজার ২২৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, এ কার্যক্রমে ৫ হাজার ৬৫২ জন তথ্য সংগ্রহকারী এবং ১ হাজার ৮৬ জন সুপারভাইজার নিযুক্ত করা হয়েছে। যারা ১ জানুয়ারি ২০২৬ সালে ১৮ বছর পূর্ণ করবেন, তাদের নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button