শিরোনাম
নুরকে যেকোনো দিন ছুটি, পুরোপুরি সুস্থ হতে লাগবে ৪-৬ সপ্তাহ: ঢামেক পরিচালকশহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজনারায়ণগঞ্জে আজমেরী ওসমানের সহকারী ইভনকে কুপিয়ে হত্যাছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবলড, অভিযোগ শিবিরেরওগাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ‘পাকিস্তান ম্যাচ বয়কট করলে ভারতকে শাস্তি দিত আইসিসি’১৫ বছরে অর্থনীতি ও রাজনীতিকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: মির্জা ফখরুলযুক্তরাষ্ট্রে ১৮ লাখ ডলারে লবিং ফার্ম নিয়োগ করল ভারতজন্মদিনে ডিজিটাল আর্কাইভ চালু করলেন সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী

শেখ হাসিনার নির্দেশে ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা, সংবাদ সম্মেলনে অভিযোগ

শেখ হাসিনার নির্দেশে ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা, সংবাদ সম্মেলনে অভিযোগ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। হাসিনার সরাসরি নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী তার ওপর হামলার পরিকল্পনা নিয়ে তার বাসভবনে প্রবেশ করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গুলশানে হাজ্জাজের বাসভবনে এ ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এনডিএম মহাসচিব মোমিনুল আমিন লিখিত বক্তব্যে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর সহ-সভাপতি মোস্তফা আল নাফিসের নির্দেশে ছাত্রলীগকর্মী মো. নূর (২৫) ববি হাজ্জাজকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে তাঁর বাসভবনে প্রবেশ করে। তবে সন্দেহজনক আচরণে দেহরক্ষীদের কাছে ধরা পড়ে নূর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর স্বীকার করে, ‘শেখ হাসিনার সরাসরি নির্দেশেই তাকে এ কাজে পাঠানো হয়েছে’। হাজ্জাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রাথমিক সাক্ষাতের ছলে বাসায় প্রবেশ করাই ছিল তার মূল উদ্দেশ্য।

‘দেহরক্ষীরা নূরের মোবাইল ফোন পরীক্ষা করে এ দাবির আংশিক সত্যতা পায়’ দাবি করে মোমিনুল বলেন, গুলশান থানা তাকে আটক করেছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে এনডিএম জানতে পেরেছে, বনানীতে অবস্থিত এনডিএম কার্যালয়ে বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে।

হত্যাচেষ্টার বিষয়ে সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, ‘তাঁরা যখন রেকি করছিল তখন আমার দেহরক্ষী বাহিনী তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। আমরা নিশ্চিত হতে পেরেছি, তাদের ফোনের মেসেজ দেখার মাধ্যমে, ফোনের মেসেজের স্ক্রিনশট আছে। তারা ডিবির হেফাজতে আছে। ডিবির কাছে এই জিনিসগুলো আছে। কিন্তু ফোনের মেসেজেসটায় পরিষ্কার ছিল— কোন সময় আমি বাসা থেকে বেরোতে পারি, আমার গাড়ির নম্বর কত, নাম্বার প্লেট কত, আমার দ্বিতীয় গাড়ির নম্বর প্লেট কত, কখন আমি বেরোতে পারি, কি করতে পারি? এবং আজকে কাজ শেষ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিস্ফোরক মেটেরিয়ালস মানে বিস্ফোরক তারা মারবেন, নিক্ষেপ করবেন— এগুলো মেসেজে ছিল। যাদেরকে আমার দেহরক্ষী বাহিনী ধরতে সক্ষম হয়েছে, তাদের কাছে আমরা কিছু পাইনি। কিন্তু ডিবি আমার অফিসের প্রেমিসেস চেক করেছে, তাদের কাছে রিপোর্ট আছে যে, আমার দপ্তরে— এটা তো আমার বাসায় আক্রমণ করতে চেষ্টা করেছে, আক্রমণের আগে আমরা ধরতে পেরেছি— ডিবির কাছে রিপোর্ট আছে যে আমার অফিসেও তারা এই ধরনের আক্রমণ চালাতে চেষ্টা করছে।’

হামলার পরিকল্পনা নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে আসতে পারে মন্তব্য করে ববি হাজ্জাজ বলেন, আটক ছাত্রলীগকর্মীর ফোনের মেসেজগুলো, দেহরক্ষীদের জিজ্ঞাসাবাদ ও ডিবির জিজ্ঞাসাবাদে তা স্পষ্ট হয়েছে। ‘আমরা বিশ্বাস করি এই জিনিসটা খোদ শেখ হাসিনার কাছ থেকে এসেছে। কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা বারবার ভিডিও মেসেজে দেখেছি, শেখ হাসিনা বার্তা দিচ্ছে, সেসব জায়গায় দেখেছি যে অস্থীতিশীলতা কীভাবে বাড়াতে বাড়ানো যায়, সেটা শেখ হাসিনা বারবার দিচ্ছে।’

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন ববি হাজ্জাজ। তার প্রচেষ্টাতেই হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব হারান।

এনডিএম মহাসচিব অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button