পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবিতে এনসিটিবি ভবনে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ


ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের ভেতরে ঢুকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা পাঠ্যপুস্তক থেকে “আদিবাসী” শব্দ বাদ দেওয়া এবং ভারতের প্রভাব বন্ধের দাবি জানান।
রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন “স্টুডেন্টস ফর সোভারেন্টি” এর ব্যানারে মানববন্ধন শুরু করেন তারা। পরে বেলা সাড়ে ১১টার দিকে এনসিটিবি ভবনে প্রবেশ করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা দাবি করেন, “আদিবাসী” শব্দ ব্যবহার ভারতের চক্রান্ত। তারা সমকামিতা বিষয়টি বই থেকে তুলে দেওয়ারও দাবি জানান। দাবিগুলো মানা না হলে বই পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা।
বিক্ষোভ চলাকালে ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।