শিরোনাম

মাইজদীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

মাইজদীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর মাইজদী শহরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে গণপূর্ত অফিসের বিপরীতে নূপুর মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করার আধা ঘণ্টা পর হঠাৎ নূপুর মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে ১২ জন দোকান মালিকের ক্ষতির কথা জানা গেছে। তবে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়দের দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button