শিরোনাম
নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি-পদায়ন হবে প্রকাশ্য লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টানেত্রকোনায় বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রে এবার এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৪কাল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক, সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টাইমানের স্বাদ আস্বাদনের তিন গুণইসলামী আন্দোলনের মিছিলে অংশ, পরদিন গ্রেপ্তার আ.লীগ নেতাচাঁদপুরে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদহিন্দির দাপটে পশ্চিমবঙ্গে কোণঠাসা বাংলা সিনেমা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অভিনেতা-নির্মাতারানারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তাররাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনীতির সম্পৃক্ততা ছাড়াই ছাত্রদলের শহিদ তালিকায় জবি শিক্ষার্থী সাজিদ

রাজনীতির সম্পৃক্ততা ছাড়াই ছাত্রদলের শহিদ তালিকায় জবি শিক্ষার্থী সাজিদ

জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি জুলাই আন্দোলনের শহিদদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তার পরিবার বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তবে সাজিদের পরিবার নিশ্চিত করেছে, তারা রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

সোমবার ছাত্রদল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৪২ জন শহিদের নাম ও ছবিসহ তালিকা প্রকাশ করে। তালিকার ১২৯ নম্বরে সাজিদের নাম থাকলেও ১৩০ নম্বরে আরেকজনের নামের পাশে সাজিদের ছবি ব্যবহার করা হয়, যা নিয়ে ক্যাম্পাসজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সাজিদের পরিবার ও সহপাঠীরা জানান, সাজিদ বা তার পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। সাজিদের বড় বোন ফারজানা জানান, শহিদের তালিকা প্রকাশের আগে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার বলেন, “সাজিদ আমাদের কাছে একজন শিক্ষার্থী এবং শহিদ হিসেবে পরিচিত। এমন তালিকা তৈরির আগে পরিবারের সঙ্গে কথা বলা উচিত ছিল।”

সাজিদের বাবা জিয়াউল হক বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। সাজিদ কখনো রাজনীতির আশপাশেও ছিল না। তালিকা প্রকাশের আগে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।”

উল্লেখ্য, শহিদ সাজিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হন। সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট তার মৃত্যু হয়।

ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button