শিরোনাম
রক্ষণাবেক্ষণের জন্য তিন দিন কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারশনআবু সাঈদের মাথার পেছনে ঝরছিল রক্ত, বুকে ছিল গুলির চিহ্ন— বাবা মকবুল হোসেনের জবানবন্দিইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, এইচএসসি পাসে আবেদনজাকসু নির্বাচন উপলক্ষে ছাত্রদলের প্যানেল ঘোষণারাজশাহীতে প্রকৌশল শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুবায়োপিকের শুটিংয়ের আগে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এক মাস থাকবেন রাজকুমারএকবার চার্জে টানা দুই দিন চলবে রিয়েলমির এই স্মার্টফোনগুগল ট্রান্সলেটে নতুন এআই ফিচার, অ্যাপেই শেখা যাবে নতুন ভাষাআসাম থেকে ২৬ জন বাংলাদেশে পুশ ইন, ‘অনুপ্রবেশ করিডর’ নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, এইচএসসি পাসে আবেদন

ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরির সুযোগ, এইচএসসি পাসে আবেদন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটিতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (পুরুষ) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (পুরুষ)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান।

কাজের ধরন: এয়ারলাইনসের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিতকরণ। কেবিন ক্রুর নিরাপত্তা তল্লাশি পরিচালনা। যাত্রীদের নিরাপত্তা তল্লাশি সম্পাদন। বিমান, যাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

বয়সসীমা: ২০–৩০ বছর।

উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৭ ইঞ্চি বা ১৭০.১৮ সেমি।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সামরিক বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বা সিকিউরিটি কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগের স্থান: উত্তরা, ঢাকা।বেতন: ১৮ হাজার টাকা।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী চিকিৎসা বিমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব ভাতা ও ডিউটি শিডিউল অনুযায়ী খাবারের সুব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর, ২০২৫।

সাক্ষাৎকারের তারিখ: ৫ সেপ্টেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button