শিরোনাম
শেবাচিম হাসপাতালের ৪১ কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগটেকনাফে ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি৫ দিন পর সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যুউমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে পূর্নাঙ্গ প্যানেল ঘোষণা‘পালিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায়’ শিক্ষার্থীকে কুপিয়ে জখমসংস্কার-নির্বাচন নিয়ে মার্কিন সংস্থা আইআরআইয়ের সঙ্গে বিএনপির বৈঠককরতোয়ার ভাঙনে শেরপুরের চারটি গ্রামের মানুষের দুর্ভোগঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভইন্দোনেশিয়ার কম পরিচিত ৫টি সুন্দর দ্বীপবিরল সুপারনোভা পর্যবেক্ষণে জানা গেল নক্ষত্রের ভেতরের গঠন

‘পালিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায়’ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

‘পালিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায়’ শিক্ষার্থীকে কুপিয়ে জখম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসাছাত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে ইয়াসিন মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই শিক্ষার্থীকে হত্যার চেষ্টা করেছে প্রেমিক ইয়াসিন মিয়া।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই মাদ্রাসাশিক্ষার্থীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ইয়াসিন মিয়ার। বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই শিক্ষার্থী। এ সময় ওত পেতে থাকা প্রতিবেশী বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২২) মুখ চেপে ধরে প্রথমে গলায় ছুরি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে গাল, হাত, ঊরুসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাতের পর রক্তাক্ত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। বর্তমানে ওই শিক্ষার্থী ময়মনসিংহ হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন বলে জানা গেছে।

আহতের বড় বোন বলেন, ‘প্রতিবেশী ইয়াসিন আমার বোনকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি না হওয়ায় তাঁকে হত্যার চেষ্টা করে ইয়াসিন।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button