শিরোনাম
ওয়ান-ইলেভেন সৃষ্টি করে পরিকল্পিতভাবে দেশে সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল: মঈন খাননাক কান গলা ইনস্টিটিউটে চাকরিশেবাচিমে মানববন্ধনে হামলা: রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগমৎস্য উন্নয়ন করপোরেশনে ২৭ পদে চাকরির সুযোগগণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভসাদাপাথর লুটের ঘটনায় গ্রেপ্তার ৫সিসা লাউঞ্জে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যার পেছনে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব: র‍্যাবমাগুরা শহরে প্রধান সড়কের পাশে বোমাসদৃশ বস্তু দেখে আতঙ্কিত মানুষপ্রথম স্মার্টফোন কোন কোম্পানির, কেমন ছিল সেটিবরিশালে অবৈধ অটো ও ব্যাটারী চালিত রিকশার চাঁদাবাজি নগরীতে চলছে অবৈধ কার্যক্রম

মাগুরা শহরে প্রধান সড়কের পাশে বোমাসদৃশ বস্তু দেখে আতঙ্কিত মানুষ

মাগুরা শহরে প্রধান সড়কের পাশে বোমাসদৃশ বস্তু দেখে আতঙ্কিত মানুষ

মাগুরা শহরের কলেজ রোড এলাকায় সরকারি কলেজের সামনে সড়কের পাশে তিনটি লাল টেপ মোড়ানো বোমা আকৃতির বস্তু দেখে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এগুলো ফেলে গেছে—এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশ বলছে, বোমা না ককটেল, তা বিশেষজ্ঞরা না এলে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

স্থানীয় দোকানিরা জানিয়েছেন, তাঁরা সকালে দোকান খোলার পর এগুলো দেখতে পাচ্ছেন। মাগুরা পৌরসভার পাশে একটি মার্কেটের নিচে একটি বোমা আকৃতির বস্তু এবং তার ঠিক ১০ মিটার দূরে আরও দুটি বস্তু পড়ে আছে। দোকানিরা জানান, এগুলো দেখে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, বোমা বা ককটেল হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে বস্তুগুলো নিরাপদভাবে সরাবে। মাগুরা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে কথা বলার পর চলে যান, কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।

কুদ্দুস নামে এক পথচারী বলেন, ‘এটি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুষ্কৃতকারীরা করেছে। সিসিটিভি ফুটেজ চেক করলে বের হয়ে যাবে কারা এটি করেছে।’

বোমাসদৃশ বস্তু। ছবি: আজকের পত্রিকা
বোমাসদৃশ বস্তু। ছবি: আজকের পত্রিকা

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলে ওসি জানান।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button