শিরোনাম
বরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডহিজলায় জামায়াত ইসলামীর হেয়ালি পনায় অনুপ্রবেশ করছে আওয়ামী লীগ ব্যার্থ হচ্ছে ছাত্র জনতার আত্মত্যাগশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

লেবাননে সংঘাতের ধ্বংসযজ্ঞ নিয়ে জাতিসংঘের উদ্বেগ

লেবাননে সংঘাতের ধ্বংসযজ্ঞ নিয়ে জাতিসংঘের উদ্বেগ

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের ধ্বংসযজ্ঞে ভীত ও উদ্বিগ্ন জাতিসংঘ। জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স এই পরিস্থিতিকে “ভয়াবহ” হিসেবে বর্ণনা করেছেন।

শান্তিরক্ষীদের কাজ কঠিন ও সীমিত

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) বর্তমানে কঠিন পরিস্থিতিতে কাজ করছে। তাদের কাজ অস্থির পরিবেশের কারণে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ওইদিন সংঘর্ষ, গুলি বিনিময় এবং বিমান হামলার মতো তিনটি পৃথক ঘটনা ঘটেছে।

ল্যাক্রোইক্স বলেন, “হামলা, ধ্বংস, বাস্তুচ্যুতি এবং প্রাণহানির মাত্রা সত্যিই ভয়াবহ।”

বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আহ্বান

তিনি অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ইসরায়েলের অস্ত্র ব্যবহার নিয়ে উদ্বেগ

ইসরায়েলের সাদা ফসফরাস ও ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ল্যাক্রোইক্স জানান, এই অস্ত্রগুলো বেসামরিক জনগণের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে এবং এমন পরিস্থিতিতে ব্যবহার করা উচিত নয়।

জাতিসংঘের সতর্কবার্তা

তিনি উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলার প্রমাণ মিলেছে। এসব হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

লেবাননের এই সংকট নিয়ে জাতিসংঘের আহ্বান উপেক্ষিত হচ্ছে। ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির এ পরিস্থিতি মোকাবিলায় শান্তি প্রতিষ্ঠার দ্রুত উদ্যোগ প্রয়োজন।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button