প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১২:৪৪ পি.এম
লেবাননে সংঘাতের ধ্বংসযজ্ঞ নিয়ে জাতিসংঘের উদ্বেগ

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের ধ্বংসযজ্ঞে ভীত ও উদ্বিগ্ন জাতিসংঘ। জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স এই পরিস্থিতিকে “ভয়াবহ” হিসেবে বর্ণনা করেছেন।
শান্তিরক্ষীদের কাজ কঠিন ও সীমিত
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) বর্তমানে কঠিন পরিস্থিতিতে কাজ করছে। তাদের কাজ অস্থির পরিবেশের কারণে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ওইদিন সংঘর্ষ, গুলি বিনিময় এবং বিমান হামলার মতো তিনটি পৃথক ঘটনা ঘটেছে।
ল্যাক্রোইক্স বলেন, “হামলা, ধ্বংস, বাস্তুচ্যুতি এবং প্রাণহানির মাত্রা সত্যিই ভয়াবহ।”
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আহ্বান
তিনি অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ইসরায়েলের অস্ত্র ব্যবহার নিয়ে উদ্বেগ
ইসরায়েলের সাদা ফসফরাস ও ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ল্যাক্রোইক্স জানান, এই অস্ত্রগুলো বেসামরিক জনগণের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে এবং এমন পরিস্থিতিতে ব্যবহার করা উচিত নয়।
জাতিসংঘের সতর্কবার্তা
তিনি উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলার প্রমাণ মিলেছে। এসব হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
লেবাননের এই সংকট নিয়ে জাতিসংঘের আহ্বান উপেক্ষিত হচ্ছে। ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির এ পরিস্থিতি মোকাবিলায় শান্তি প্রতিষ্ঠার দ্রুত উদ্যোগ প্রয়োজন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]
© ক্রাইম জোন ২৪।। Crime Zone 24