শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

“বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ফ্রি চিকিৎসা সেবা ও সচেতনতার আহ্বান”

"বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ফ্রি চিকিৎসা সেবা ও সচেতনতার আহ্বান"

বরিশালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ও সচেতনতামূলক কর্মসূচি পালিতবিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বরিশালের ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ফ্রি চিকিৎসা সেবা ও সচেতনতামূলক কর্মসূচি। বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) এই উদ্যোগে বরিশালের বাসিন্দারা ডায়াবেটিস পরীক্ষা এবং বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের সুযোগ পান। ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ মনজুর উর রহমান সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।এই বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিস এবং সুস্থতা।’ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রোগীদের ফ্রি আরামেটন পরীক্ষাসহ ডায়াবেটিসের ঝুঁকি এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। ডাঃ মনজুর উর রহমান বলেন, “ডায়াবেটিস একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ। মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কোনো সংক্রামক রোগ নয় বরং হরমোনজনিত একটি রোগ।”তিনি আরও বলেন, ইনসুলিন হরমোনের অভাব বা কার্যকারিতার ঘাটতির কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে প্রভাবিত করে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের পরিবর্তন, নিয়মিত হাঁটা, ব্যায়াম, সাইকেল চালানো, এবং সাঁতার কাটার মতো স্বাস্থ্যকর অভ্যাসগুলো অত্যন্ত কার্যকর। ডায়াবেটিস রোগীদের সঠিক চিকিৎসা এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর পরামর্শও দেন তিনি।বিশ্বব্যাপী প্রতি বছর ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, সভা-সেমিনার এবং ফ্রি ক্যাম্পেইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, এবং সামাজিক নেতৃবৃন্দকে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button