শিরোনাম
‘শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে’ বলা কবিরাজকে ধর্ষণ মামলায় গ্রেপ্তারকেন আলাস্কাতেই হবে ট্রাম্প-পুতিন বৈঠক, দেন-দরবার কার পক্ষে যাবে‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপছাত্রদলসহ অধিকাংশ সংগঠন ঢাবির হলে রাজনীতির পক্ষে, গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধের প্রস্তাবসাবেক এমপি, মেয়রসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিটএমা থম্পসনকেও প্রেমের প্রস্তাব, যেভাবে প্রত্যাখ্যাত হন ট্রাম্পজুলাই সনদ বাস্তবায়নে তিন বিকল্প প্রস্তাব বিশেষজ্ঞদেরমহিলা চোর চক্রের ৩ সদস্য ননদ, ভাবি ও শাশুড়ি আটকবহুগুণে আইনশৃঙ্খলা ভালো, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারব: ধর্ম উপদেষ্টানরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

আমাদের ইন্ডাস্ট্রিতে ছেলেদের তুলনায় মেয়েদের অভিনয়ের সুযোগ কম

আমাদের ইন্ডাস্ট্রিতে ছেলেদের তুলনায় মেয়েদের অভিনয়ের সুযোগ কম

‘বকুল’ ফুল নাটকটি সম্প্রতি ইউটিউবে প্রকাশের পর আপনার অভিনয় প্রশংসিত হচ্ছে। কেমন লাগছে?

এই নাটকে আমি বকুল চরিত্রে অভিনয় করেছি, যে মানসিকভাবে অসুস্থ। চরিত্রটা বেশ কঠিন ছিল। কিন্তু আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। একজন অভিনেত্রী হিসেবেই নয়, মানুষ হিসেবেও নিজের করণীয় জেনেছি। ইউটিউবে অনেকে ভালো লাগার কথা জানাচ্ছেন, খুব ভালো লাগছে। পরিচালক ইমরাউল রাফাত ভাইকে আন্তরিক ধন্যবাদ, তিনি আমার ওপর ভরসা রেখেছেন এবং আমাকে এমন একটা চরিত্রে কাজের সুযোগ দিয়েছেন।

বকুল চরিত্রের জন্য আপনার প্রস্তুতি কেমন ছিল?

রাফাত ভাই যেদিন নাটকের গল্পটা বললেন, শুনেই আমি সম্মতি জানাই। সেদিন থেকেই মানসিক প্রস্তুতি নেওয়া শুরু। শুটিংয়ের আগে আমি, রাফাত ভাই ও অভিনেতা আরশ খান একটা মানসিক হাসপাতাল ভিজিট করি। সেখানে গিয়ে দেখি বকুলের মতো আরও অনেক মানুষ। হাসপাতাল থেকে ফিরে সারা রাত চরিত্রটি নিয়ে ভেবেছি। নাটকে আমার একটি হ্যান্ড মুভমেন্ট ছিল। পুরো নাটকে আমি হাত দিয়ে কানের পাশে চুলকাচ্ছি। এটা ওখানকার একজনকে দেখে শেখা। ভালোবাসার কথা বলে দৌড়ে চলে যাওয়াটাও ওখান থেকে শেখা। একজন খুব ভালো গান গায়। কিন্তু আমাদের সামনে গাইতে বলায় লজ্জা পেয়ে দৌড় দেয়। সেটা আমি নাটকে ক্যারি করার চেষ্টা করেছি। এভাবেই ছোট ছোট বিষয়গুলো আয়ত্ত করেছি। এ ছাড়া, শুটিংয়ের আগে বকুলের গেটআপ নিতে প্রায় তিন ঘণ্টা সময় লাগত।

অনেকেই বলেন, নাটকে নাকি চরিত্র অনুযায়ী প্রস্তুতির সময় পাওয়া যায় না?

এটা সত্য যে নাটকে চরিত্র অনুযায়ী প্রস্তুতি নেওয়ার তেমন সুযোগ পাওয়া যায় না। নাটকের শুটিং অনেক কম সময়ে হয়। লম্বা সময় ধরে ক্যারেক্টার বুঝব, জানব, এরপর সেটা ডেলিভারি করব, সেই সুযোগ নেই বললেই চলে। এই নাটকের শুটিংও কম সময়েই হয়েছে। তবে সাধারণত যে সময় নিয়ে নাটকের শুটিং হয়, তার চেয়ে বেশি। এই যে পুরো একটা দিন হাসপাতালে ভিজিট করলাম, এটা ভীষণ কাজে দিয়েছে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। মানুষগুলো কেমন হয়, তাদের লাইফস্টাইল কেমন, তাদের পরিবারগুলো কী পরিস্থিতির মধ্য দিয়ে যায়। সেখানে না গেলে এসব কেউ বুঝতে পারবে না।

আপনার কেমন লাগল নিজের অভিনয়? কতটা বকুল হতে পারলেন?

বকুল আমার ক্যারিয়ারে সবচেয়ে ভিন্ন ধরনের চরিত্র। সারা জীবন মনে রাখার মতো ক্যারেক্টার। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শক বিচার করবে। তবে অনেকের মন্তব্য দেখে ভালো লাগছে। অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করছেন। অনেকে আমার লুক নিয়ে কথা বলছেন। এত ভালোবাসা দেখে আমার মনে হয়েছে, সিনেমায় যদি এ রকম একটা চরিত্র করতে পারতাম, সেটা আমার জন্য আউটস্ট্যান্ডিং হতো।

এই ধরনের চরিত্রের গল্প নিয়ে নাটক কম হয়। এর কারণ কী বলে মনে করেন?

আমি তো এক্সপেরিমেন্টাল চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু এ ধরনের চরিত্র, বিশেষ করে নারীপ্রধান চরিত্রের গল্প নিয়ে কাজ কম হয়। তাই আমাদের ইন্ডাস্ট্রিতে ছেলেদের তুলনায় মেয়েদের অভিনয়ের সুযোগ কম। আমার মনে হয়, আরও কিছুটা সময় লাগবে। তাই, বকুল ফুল নাটকে অভিনয় করতে পেরে নিজেকে লাকি মনে হচ্ছে।

এখন তো গল্পভিত্তিক নাটকের ভিউ কম হয়। এ নিয়ে কী বলবেন?

সিরিয়াস গল্পের নাটক মানুষ কম দেখতে চায়; কারণ, এখনকার মানুষ অনেক ডিপ্রেসড। তাই একটু আনন্দের আশায় তারা মজার নাটক দেখতে পছন্দ করে।

বকুল চরিত্রে মাহি। ছবি: সংগৃহীত
বকুল চরিত্রে মাহি। ছবি: সংগৃহীত

আপনি কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এর কারণ কী?

আমি নিজেকে সময় দিচ্ছি। মাঝে একটু হেলথ ইস্যু ছিল। তাই কম কাজ করা হয়েছে। তা ছাড়া চেষ্টা করছি একই ধরনের ক্যারেক্টার বারবার না করে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার। দেশের সার্বিক পরিস্থিতির কারণে এখন প্রপার স্পনসর পাওয়া যাচ্ছে না। আগে ফেসবুক থেকে আয়ের বড় একটা অংশ উঠে আসত, এখন সেটা কমে গেছে। এসব কারণে অনেকে নাটক রিলিজ করছেন না। এ কারণেও মনে হচ্ছে আমার কাজের সংখ্যা কম।

সম্প্রতি একটি দীর্ঘ ধারাবাহিকে যুক্ত হয়েছেন। এটি নিয়ে কিছু বলুন

ধারাবাহিকটির নাম ‘খুশবু’। নির্মাণ করছেন সাজ্জাদ সুমন। আমি সাধারণত ধারাবাহিকে কাজ করি না। খুশবু নাটকের গল্পটা ভালো লেগেছে বলেই করছি। আমি অভিনয় করছি একজন অভিনেত্রীর চরিত্রে। তবে পুরো ধারাবাহিকে নয়, প্রথম দিকের এপিসোডগুলোয় আমাকে দেখা যাবে।

দুই বছর আগে ‘ওভারট্রাম্প’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এরপর আর ওটিটিতে দেখা যায়নি আপনাকে।

এখন তো ওটিটির কাজও কম হচ্ছে। প্রথম দুই বছর যে পরিমাণ কাজ হয়েছে, এখন তাও হচ্ছে না। ওভারট্রাম্পের পর কয়েকটি কনটেন্ট নিয়ে কথা হয়েছিল আমার সঙ্গে। শেষ পর্যন্ত করা হয়নি। তবে, ওটিটির কাজে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। শুটিংয়ের আগে রিহার্সাল হয়। গল্প ও চরিত্র পছন্দ হলে আমি ওটিটিতে কাজ করতে চাই।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button