শিরোনাম
রাজধানীর কাফরুলে নারী খুনের ঘটনায় সাবেক স্বামী গ্রেপ্তারনিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে টিকে গেল এনসিপিসহ ১৬টি দলরাজশাহী বিএনপির সম্মেলন, কমিটি না দিয়ে মঞ্চ ছাড়েন নেতারাসর্বোচ্চ জনশক্তি রপ্তানির আশা নিয়ে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টাস্বাধীনতা দিবসের আগে কেন ‘জলদস্যু’ প্রতীকে ছেয়ে গেছে ইন্দোনেশিয়াসহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্তসিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ আটক ৭চট্টগ্রাম বন্দরে রবির ফাইভ-জি প্রযুক্তি সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেকদেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না— মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম‘শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে’ বলা কবিরাজকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার

মহিলা চোর চক্রের ৩ সদস্য ননদ, ভাবি ও শাশুড়ি আটক

মহিলা চোর চক্রের ৩ সদস্য ননদ, ভাবি ও শাশুড়ি আটক

নাটোরের লালপুরে সংঘবদ্ধ মহিলা চোর চক্রের ৩ সদস্য ননদ, ভাবি ও শাশুড়িকে আটক করা হয়েছে।

আজ রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেডের গোপালপুর শাখায় এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার আওড়াইল হালশা গ্রামের ইউনুস শেখের মেয়ে আলিয়া খাতুন (২৫), মো. সুমন শেখের স্ত্রী হাসি বেগম (২৫) ও লালন শেখের স্ত্রী আছিয়া বেগম (৪০)।

জানা যায়, অভিযুক্ত আলিয়া খাতুন (ভাবি) সম্পর্কে হাসি বেগমের ননদ ও আছিয়া বেগম মামিশাশুড়ি হন।

বিষয়টি নিশ্চিত করে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জয়নুল আবেদিন জানান, আজ দুপুরে লালপুরের কলেজ মোড় এলাকার ফাতেমা বেগম নামের এক গ্রাহক ব্যাংকে টাকা জমা দিতে আসেন। এ সময় সংঘবদ্ধ তিন নারী ওই গ্রাহককে ঘিরে ধরেন। তখন তাঁদের ব্যাংকে আসার কারণ জিজ্ঞেস করলে কোনো সদুত্তর না দিয়ে তাঁরা চলে যেতে থাকেন। ঠিক তখনই ফাতেমা নামের ওই গ্রাহক অভিযোগ করেন তাঁর ব্যাগ থেকে টাকা চুরি করা হয়েছে। তাৎক্ষণিক ব্যাংকের মূল ফটকে তালা লাগিয়ে সন্দেহভাজন তিন নারীকে আটক করা হয়। তাঁদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহক ফাতেমা বেগম বলেন, ‘আমি ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য টাকা জমার রসিদ লিখছিলাম। এমন সময় কৌশলে তাঁরা আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নেন।’

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত নারীদের বাড়ি নাটোরে হলেও তাঁরা কুষ্টিয়ায় থাকেন। বিভিন্ন এলাকায় ভিক্ষা করার ছলে অপরাধ করে থাকেন। তিন নারীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button