শিরোনাম
রাজধানীর কাফরুলে নারী খুনের ঘটনায় সাবেক স্বামী গ্রেপ্তারনিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে টিকে গেল এনসিপিসহ ১৬টি দলরাজশাহী বিএনপির সম্মেলন, কমিটি না দিয়ে মঞ্চ ছাড়েন নেতারাসর্বোচ্চ জনশক্তি রপ্তানির আশা নিয়ে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টাস্বাধীনতা দিবসের আগে কেন ‘জলদস্যু’ প্রতীকে ছেয়ে গেছে ইন্দোনেশিয়াসহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্তসিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ আটক ৭চট্টগ্রাম বন্দরে রবির ফাইভ-জি প্রযুক্তি সেবা প্রদানে সমীক্ষা যাচাই করবে এক্সেনটেকদেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না— মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম‘শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে’ বলা কবিরাজকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে এক দিন বয়সী নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান।

শিশুটির স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মিথিলা গতকাল শনিবার (৯ আগস্ট) বিকেলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন। আজ দুপুরে হাসপাতালের কেবিনে নবজাতককে পাওয়া না গেলে তুমুল হট্টগোল বেধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিবারের উপস্থিতিতেই চুরির ঘটনা ঘটেছে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা ছিল না।

হাসপাতালের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান জানান, মিথিলার নাম নিয়ে স্বজন পরিচয়ে একজন নারী হাসপাতালে ঢোকেন। এ সময় রোগীর পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন। এরপরই নবজাতককে পাওয়া যাচ্ছে না বলে জানান রোগীর স্বজনেরা।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বোরকা পরা অপরিচিত এক নারী আঁচলের নিচে করে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারী নবজাতককে চুরি করে নিয়ে গেছেন।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক অনিক কুমার গুহ জানান, একটি নবজাতক চুরি যাওয়ার খবর পেয়ে হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। নবজাতক উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করছে।


ক্রাইম জোন ২৪

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button