শিরোনাম

গাজায় তীব্র রক্তসংকট, বাড়ছে ইসরায়েলি হামলা ও অনাহারে মৃত্যুর সংখ্যা

গাজায় তীব্র রক্তসংকট, বাড়ছে ইসরায়েলি হামলা ও অনাহারে মৃত্যুর সংখ্যা

ইসরায়েলি অবরোধ ও হামলায় গাজার স্বাস্থ্যব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। অঞ্চলটির রক্তব্যাংকগুলো প্রায় শূন্য হয়ে এসেছে, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় রসদের অভাব তীব্র আকার ধারণ করেছে, এবং যেসব হাসপাতাল এখনো সচল রয়েছে, সেগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো।

গতকাল বুধবার গাজা থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, আল-শিফা, আল-আকসা ও নাসের হাসপাতাল—এই তিনটি হাসপাতাল বর্তমানে সীমিত আকারে চালু থাকলেও রক্তের সংকট প্রকট হয়ে উঠেছে। মাহমুদ বলেন, ‘অনেক মানুষ স্বজনদের বাঁচাতে রক্ত দিতে চাইলেও চিকিৎসকেরা তাঁদের ফিরিয়ে দিচ্ছেন, কারণ অপুষ্টি ও পানিশূন্যতার কারণে তাঁরা রক্তদানে অযোগ্য হয়ে পড়েছে।’

আল-শিফা হাসপাতালের ব্লাডব্যাংকের প্রধানের দায়িত্বে থাকা আমানি আবু ওউদা বলেন, অপুষ্টির কারণে অনেক রক্তদাতা রক্ত দেওয়ার পরপরই অজ্ঞান হয়ে পড়ছেন, এতে দাতা ঝুঁকিতে পড়ছেন এবং রক্তের প্যাকেটও নষ্ট হচ্ছে। তিনি জানান, গাজায় খাদ্য ও পানি সংকট এতই তীব্র যে নিরাপদ রক্ত সংগ্রহ এখন প্রায় অসম্ভব।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আধানম গেব্রেইয়েসুস বুধবার এক বিবৃতিতে জানান, গাজায় অন্তত ১৪ হাজার ৮০০ রোগী এখনও বিশেষায়িত চিকিৎসার অপেক্ষায় আছেন। তিনি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, এসব রোগীকে গ্রহণে এগিয়ে আসতে এবং তাদের দ্রুত বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে।’

এমন বিপর্যয়কর পরিস্থিতিতে যেন আগের চেয়ে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। গাজাজুড়ে পূর্ণমাত্রায় অভিযান চালিয়ে যাচ্ছে তারা। গতকাল বুধবার উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। নিহতদের অন্তত ১৮ জন বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, বিতরণকেন্দ্রের ত্রাণবাহী ট্রাকগুলোর কাছে গেলে একেবারে বিনা কারণে তাদের দিকে গুলি ছোঁড়ে ইসরায়েলি সেনাবাহিনী।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায়ও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শেখ রাদওয়ান স্বাস্থ্যকেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়েছে এ হামলা। কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button