শিরোনাম
রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনীরোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠিরমেক কোয়ার্টার থেকে নারীসহ ড্যাব নেতা আটকচিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা চিকিৎসা বন্ধনির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দেব, কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টাভারতের ওপর শুল্ক আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্পসড়ক পরিবহন খাত সংস্কার ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়: যাত্রী কল্যাণ সমিতিসাগরিকার জোড়া গোলে জয়ে শুরু বাংলাদেশের‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি’ লিখে পোস্ট দেওয়া ছাত্রদল নেতাকে অব্যাহতিদাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে লরির ধাক্কা, চালকের সহকারী নিহত

ভারতে ঘটে যাওয়া ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ আসলে কী

ভারতে ঘটে যাওয়া ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ আসলে কী

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের উত্তরাখণ্ড রাজ্যে আকস্মিক বন্যায় একটি গ্রাম কর্দমাক্ত পানিতে ডুবে গেছে। এতে এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। এই ভয়াবহ বন্যার সম্ভাব্য কারণ হিসেবে ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘ বিস্ফোরণ থেকে সৃষ্ট বৃষ্টিকে দায়ী করা হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, একটি ক্লাউডবার্স্টের ফলে প্রবল বৃষ্টি ও ধ্বংসাবশেষের স্রোতে ধারালি গ্রামের এই বিপর্যয় ঘটেছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে ২১০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ কী?

ভারতীয় আবহাওয়াবিদদের মতে, ক্লাউডবার্স্ট হলো ৩০ বর্গকিলোমিটার বা তার কম একটি এলাকায় প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত। এই ঘটনা ঘটার পেছনে একটি জটিল প্রক্রিয়া রয়েছে।

মেলবোর্ন ইউনিভার্সিটির আবহাওয়াবিদ রুচিত কুলকার্নি বলেন, ‘এটি সাধারণত বর্ষার সময় পাহাড়ি অঞ্চলে ঘটে থাকে।’ হিমালয়ের পাদদেশে আরব সাগর থেকে আসা আর্দ্র বাতাস পাহাড়ের কারণে ওপরে উঠে যায়, যা ‘অরোগ্রাফিক লিফট’ নামে পরিচিত। এর ফলে বিশাল কিউমুলোনিম্বাস মেঘ (উলম্ব মেঘ) তৈরি হয়, যা বড় আকারের বৃষ্টির ফোঁটা ধারণ করতে পারে।

প্রসঙ্গত, অরোগ্রাফিক লিফট হল এমন একটি প্রক্রিয়া, যেখানে আর্দ্র বাতাস পাহাড় বা পর্বতশ্রেণীর কারণে ওপরে উঠতে বাধ্য হয়। এই উপরে ওঠা আর্দ্র বাতাস একসময় ঠান্ডা হয়ে কিউমুলোনিম্বাস বা উলম্ব মেঘ সৃষ্টি করে। এই কিউমুলোনিম্বাস বা উলম্ব মেঘের একেকটির আয়তন ১৩ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ রকম একাধিক উলম্ব মেঘ ভূপৃষ্ঠে থাকা মাত্রাতিরিক্ত জলীয় বাষ্পের সংস্পর্শে এসে একটা সময় আর মেঘ হিসেবে আকাশে থাকতে পারে না। তখন ভূমির দিকে সমান্তরাল ভাবে নেমে আসে এবং প্রবল বৃষ্টিপাত ঘটায়।

কুলকার্নি বলেন, ‘আর্দ্র বাতাস ওপরে উঠতে থাকে এবং মেঘ বড় হতে থাকে। কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সুযোগ না থাকায় মেঘ এত ভারী হয়ে যায় যে একপর্যায়ে তা ফেটে যায়। এটিই ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ।’

এর আগে ২০১৩ সালের জুন মাসে উত্তরাখণ্ডের কেদারনাথে ক্লাউডবার্স্টের ফলে সৃষ্ট এক ভয়াবহ বন্যা হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই বন্যায় ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

কেদারনাথের বন্যা নিয়ে একটি গবেষণায় দেখা যায়, মোট বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশি বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস এবং অ্যারোসল কণার বৃদ্ধির কারণে হয়েছিল। গবেষণায় আরও দেখা গেছে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণেও ভারতে এমন বৃষ্টিপাতের ঘটনা বেড়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button