শিরোনাম

গাংনীতে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৫

গাংনীতে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৫

মেহেরপুরের গাংনী উপজেলায় ছিনতাইয়ের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাংনী মাঠপাড়ার মো. কামরুজ্জামান শিহাব ওরফে কাবীরুল (২৮), শাকিব আহমেদ (২৫), মো. মুরসালিন (৩৩), শ্যামপুর গ্রামের মিকাইল হোসেন (১৯) ও শ্যামপুর মীরপাড়া গ্রামের মো. জাহিদ হোসেন (২১)।

গাংনী থানার ওসি বলেন, গতকাল রাত ১০টার দিকে ধানখোলা সড়কে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ মাঠে নামে। রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button