শিরোনাম

রাঙ্গুনিয়ায় ২৫ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ২৫ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মীর সরদার হোসেন নামের এক ব্যক্তি খুনের ঘটনার ২৫ বছর পর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টা নাগাদ উপজেলা রাঙ্গুনিয়ার বেতাগী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলাটির ঢেমিরছড়া এলাকার জেবর মুল্লুকের ছেলে।

চট্টগ্রাম র‍্যাব-৭-এর মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, ‘পরোয়ানাভুক্ত আসামি মো. জসিম উদ্দিনের রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করি। পরে তাঁকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মজুমদার বলেন, ‘২০০০ সালে মীর সরদার হোসেন নামের এক ব্যক্তিকে খুনের মামলায় পলাতক আসামি হলেন জসিম উদ্দিন। র‍্যাবের হাতে গ্রেপ্তার ওই আসামিকে পরে আমাদের হাতে তুলে দেওয়া হয়। আজ বুধবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button