শিরোনাম
৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনওনির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি-পদায়ন হবে প্রকাশ্য লটারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টানেত্রকোনায় বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রে এবার এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৪কাল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক, সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টাইমানের স্বাদ আস্বাদনের তিন গুণইসলামী আন্দোলনের মিছিলে অংশ, পরদিন গ্রেপ্তার আ.লীগ নেতাচাঁদপুরে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদহিন্দির দাপটে পশ্চিমবঙ্গে কোণঠাসা বাংলা সিনেমা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অভিনেতা-নির্মাতারানারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জমি দখল করা যাযাবরদের তাড়াতে ট্রাকভর্তি মল ছিটালেন কৃষকেরা

জমি দখল করা যাযাবরদের তাড়াতে ট্রাকভর্তি মল ছিটালেন কৃষকেরা

ফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হাউত-ভোজ অঞ্চলের এক খামারে এই ঘটনা ঘটে। কৃষকেরা স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হলেও সেখান থেকে স্কোয়াটারদের সরাতে কোনো ধরনের সহায়তা না পাওয়ায় কৃষকেরা নিজেরাই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

ভিডিওতে দেখা যায়, ট্র্যাক্টর চালিয়ে কৃষকেরা স্কোয়াটারদের সাদা রঙের ক্যারাভ্যান ঘিরে ফেলছেন এবং চারপাশে ছড়িয়ে দিচ্ছেন ঘন বাদামি রঙের তরল—যেটি মূলত মল ও পানির মিশ্রণ। দৃশ্যটি ছিল বেশ হতবাক করা, তবে স্থানীয়দের অনেকেই কৃষকদের এই তীব্র প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, জুলাইয়ের শুরু থেকেই প্রায় ৪০০ ভ্রাম্যমাণ ক্যারাভ্যান (যাযাবর গোষ্ঠীর বাসস্থান) অনুমতি ছাড়া ওই এলাকায় এসে বসতি স্থাপন করে। প্রতিবছরই তারা আসে এবং জমি দখল করে থাকে বলে অভিযোগ কৃষকদের।

এ বিষয়ে হাউত-ভোজের মেয়র পাসকাল ক্লোদ বলেন, ‘সমস্যাটা হলো, আমরা একেবারেই একা পড়ে গেছি। পুলিশের সহায়তা পাই না, আর এরা প্রতি বছরই ফিরে আসে। আমরা বারবার বলি চলে যেতে, কিন্তু তারা মানে না। কৃষকদের সঙ্গে হাতাহাতির পর্যায়ে গেছে পরিস্থিতি। আমরা বুঝতে পারি, কেন কৃষকেরা ক্ষুব্ধ। এমন একটা জায়গায় যেখানে তারা ফসল ফলায়, জীবিকা নির্বাহ করে, সেখানে অনধিকার প্রবেশ করে পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে হাজার হাজার মানুষ বিষয়টি নিয়ে মত দিয়েছেন এবং অধিকাংশই কৃষকদের পক্ষে সাফাই গেয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, একজন কৃষকের জমিতে গিয়ে তাঁবু ফেলতে কতটা বেহায়া হতে হয়? ওটা তো তার জীবন-জীবিকা, মাটিটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছে।’

আরেকজন লিখেছেন, ‘এই ভিডিওটা আমি গন্ধেও বুঝতে পারছি।’ তৃতীয়জন মন্তব্য করেন, ‘দেখে মজা লাগছে—স্কোয়াটাররা পুরো ফাঁদে পড়ে গেছে। কেউ কেউ দৌড়ে পালাচ্ছে, কেউ গাড়ি বাঁচাতে ব্যস্ত, কিন্তু শেষমেশ সবাই মলের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে।’ আরেকজন মজার ভঙ্গিতে বলেন, ‘এক ঢিলে দুই পাখি—স্কোয়াটারও গেল, আর জমিতে সারও পড়ল।’

তবে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একাধিক কৃষক নিজের জমি দখলমুক্ত করতে এমন কৌশল অবলম্বন করেছেন। উদাহরণস্বরূপ, গত বছর যুক্তরাজ্যের কৃষক জ্যাক বেলামি তাঁর জমিতে অবৈধভাবে তাঁবু খাঁটিয়ে বসা একজন ব্যক্তিকে তাড়াতে ট্র্যাক্টর দিয়ে ১৫ সেকেন্ড ধরে গোবর ছিটিয়েছিলেন।

সে সময় বেলামিকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘আচ্ছা ভাই সাহেব, একটু এটাও নিন!’ —বলেই তিনি ওই স্কোয়াটারের তাঁবু ও বাইসাইকেলের ওপর গোবরের মিশ্রণ ঢেলে দেন। সেটিও সেই সময় ব্যাপক ভাইরাল হয়।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button