শিরোনাম
ইসলামী আন্দোলনের মিছিলে অংশ, পরদিন গ্রেপ্তার আ.লীগ নেতাচাঁদপুরে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদহিন্দির দাপটে পশ্চিমবঙ্গে কোণঠাসা বাংলা সিনেমা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অভিনেতা-নির্মাতারানারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তাররাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসিরবাঙালি মুসলমান ও রবীন্দ্রনাথ: এক দ্বান্দ্বিক সাংস্কৃতিক রাজনীতিচীন-রাশিয়ার আগেই চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে চায় যুক্তরাষ্ট্রজুলাই ঘোষণাপত্রকে ‘অপূর্ণাঙ্গ বিবৃতির মতো’ বলছে জামায়াতকুয়াকাটা সৈকতে বেড়াতে এসেছিল ৭ বন্ধু, ডুবে ১ জনের মৃত্যু

চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হন। আন্দোলনের এক বছর পর ৩৬ জুলাই জেলাজুড়ে সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।

শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ পুলিশ কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ পুলিশ কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইনের বাবা মো. জসিম রাজাসহ স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সব উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান নৌ পুলিশ চাঁদপুর  অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানসহ কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানসহ কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন, আজ ৩৬ জুলাই। গত বছর এই সময়টাতে আমাদের অনেক যোদ্ধা শহীদ হয়েছেন। আজকে আমরা সমবেত হয়েছি সব শহীদকে শ্রদ্ধা নিবেদনের জন্য। আশা করি আল্লাহ তাঁদের শান্তিতে রাখবেন এবং এই দিনে সবার জন্য দোয়া করি। যেন আমাদের দেশটা ভালোভাবে চলে। চাঁদপুরে ৩১ জন শহীদ রয়েছেন। প্রত্যেক শহীদের কবরে আমাদের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার লোকজন শ্রদ্ধা নিবেদন করবেন।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, আজকে ৩৬ জুলাই উদ্‌যাপন উপলক্ষে জেলাজুড়ে পুলিশের কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আশা করি সবাই দিনটি সুশৃঙ্খলভাবে পালন করবে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আপনারা জানেন, ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এদিন চাঁদপুরে যাঁরা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সমবেত হয়েছি। শহীদদের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button